বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০১২

ক্যাসপারস্কি ইন্টারনেট সিকুরিটি ২০১২ আজীবন এর জন্য

সবাই কে সালাম এবং শুভেচ্ছা । কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন আর ভাল থাকেন এই কামনা করি । আমি সব সময় চিন্থা করি ভিন্ন কিছু নিয়ে টিপস লিখতে । আর আজ ও তার কোন বেতিক্রম করি নাই. আজ আমি নিয়ে হাজির হয়েছি ক্যাসপারস্কি ইন্টারনেট সিকুরিটি ২০১২ আজীবন  এর মেয়াদ নিয়ে । আমি এর আগেও কয়েক টা পোস্ট লিখে ছিলাম অ্যান্টিভাইরাস নিয়ে ,তার পর আর অনেক দিন লিখা হয়নি । আপনাদের অনেক সাড়া পেয়ে আজ আবার অ্যান্টিভাইরাস নিয়ে লিখতে বসলাম । আশা করি আপনাদের ভাল লাগবে । আর কথা না বলে শুরু করা যাক ।


ক্যাসপারস্কি ইন্টারনেট সিকুরিটি ২০১২ আজীবন এর জন্য
প্রথম এ এই লিঙ্ক থেকে ক্যাসপারস্কি ইন্টারনেট সিকুরিটি ২০১২ এর ট্রাল ভার্সন ডাউনলোড  করে নেন ……
ডাউনলোড  লিঙ্ক ###
এবার ডাউনলোড করা হয়ে গেলে ।  ক্যাসপারস্কি ইন্টারনেট সিকুরিটি ২০১২ কে আপনি ট্রাল হিসাবে অ্যাক্টিভ করবেন । কিভাবে অ্যাক্টিভ করবেন যদি না জানেন । তাহলে এই লিঙ্ক থেকে দেখে নেন । দেখতে হলে এখানে ক্লিক করেন,
আমি বার বার বলে রাখছি , যখন ইন্সটল করবেন তখন ট্রাল হিসাবে অ্যাক্টিভ করবেন । এই বার অ্যাক্টিভ করা হয়ে গেলে ,নরমাল ভাবে আপনি একে আপডেড করে নেন । আপডেড করা হয়ে গেলে । নিচের নিক থেকে এটা ডাউনলোড করে ইন্সটল করে দেন । আর মজা দেখেন . আপনার ট্রাল কখনো আর শেষ হবে না , আজীবন এর জন্য হয়ে গেলো ।আর ট্রাল টা ইন্সটল করার পরও আপনি আপডেড করতে পারবেন .কোন প্রব্লেম হবে না ।


ডাউনলোড লিঙ্ক ###
ডাউনলোড করা হয়ে গেলে উপরের পিকচার এর মতো করে …Reset-a  ক্লিক  করতে হবে । ডান । এখন পিসি কে রিস্টার্ট করে নেন ।আর এ ভাবে যখন আপনার ট্রাল ভার্সন টি শেষ হয়ে যাবে তখন নিজে নিজে আবার অ্যাক্টিভ হয়ে যাবে । তার পর আপডেড চাইলে আপডেড করে নিবেন ।
RESET করার আগে এই নিয়ম টা ফলো করেনঃ
১.Settings > self defenc > Turn off
২. Kaspersky টাকে exit করে নিবেন.
৩. Taskbar থেকেও exit করে নিতে হবে ।
আর যদি এই RESET টা কাজ না করে ,তাহলে এখান থেকে এই টা ডাউনলোড করে নেন ।এটা দিয়ে চেষ্টা করেন । এখানে
RESET করার আগে এই নিয়ম টা ফলো করেনঃ
১.Settings > self defenc > Turn off
২. Kaspersky টাকে exit করে নিবেন.
৩. Taskbar থেকেও exit করে নিতে হবে ।
৪. Run TR_KIS-12.0.0.374tr.bat File as ADMINISTRATOR


এবার আরাম করে ব্যবহার করতে থাকেন  ক্যাসপারস্কি ইন্টারনেট সিকুরিটি ২০১২ আজীবন এর জন্য. ধন্যবাদ ।

এ ছাড়া যদি কারো কোন প্রবলেম হয় ।তাহলে নিচের লিঙ্ক থেকে বইটা ডাউনলোড করেন। ফলো করেন।
ডাউনলোড করার জন্যঃ এখানে 


Collected by Daily tech News