সোমবার, ১৫ অক্টোবর, ২০১২

laptop & computer parts (motherboard/processor)


Laptop & computer parts buyer কে 2nd generating বলে তাকে 1st generation এর জিনিস ধরিয়ে দিচ্ছে। computer parts এর 1st & 2nd generation সবগুলার মোড়ক same হয়ে থাকে তাই দেখে বুঝা যায়না। আর ল্যাপটপের ক্ষেত্রে নতুন specification এর মধ্যে ব্যাকেটে 2nd generation কথাটা একটা স্টিকারে লিখে তা laptop box এ লাগিয়ে দেয়। laptop & computer parts 2nd genaration বলে customer দের কাছ থেকে বেশি টাকা আদায় করে থাকে।

নিম্নমানের পাওয়ার সাপ্লাই


একটা পাওয়ার সাপ্লায়ের দাম approximately ৪৫০ টাকা থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। যেই পাওয়ার সাপ্লায়ের দাম হাজার টাকার উপর সেইগুলাতে warranty থাকে। কিন্তু যেগুলার দাম হাজার টাকার কম সেইগুলাতে কোন warranty থাকেনা। মানুষের নষ্ট পাওয়ার সাপ্লাইগুলি Elephant road ৮০ টাকা করে কিনে নিয়ে গিয়ে সেগুলা clean, repair, color & packaging করে বিভিন্ন কম্পিউটারের দোকানে ২০০ টাকা করে sale করে। এই পাওয়ার সাপ্লাইগুলি দেখে বুঝার উপায় নেই যে এগুলি repair করা। এই repair করা জিনিসগুলি consumer/customer buy করে ৪৫০-১০০০ টাকায়। এই পাওয়ার সাপ্লাইগুলি pc তে লাগানোর কিছুক্ষণ পর অথবা দুই তিন দিন পরই নষ্ট হয়ে যায়। এতে কোন warranty নেই বলে consumer/customer কে আবার নতুন পাওয়ার সাপ্লাই buy করতে হয়।

বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০১২

ক্যাসপারস্কি ইন্টারনেট সিকুরিটি ২০১২ আজীবন এর জন্য

সবাই কে সালাম এবং শুভেচ্ছা । কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন আর ভাল থাকেন এই কামনা করি । আমি সব সময় চিন্থা করি ভিন্ন কিছু নিয়ে টিপস লিখতে । আর আজ ও তার কোন বেতিক্রম করি নাই. আজ আমি নিয়ে হাজির হয়েছি ক্যাসপারস্কি ইন্টারনেট সিকুরিটি ২০১২ আজীবন  এর মেয়াদ নিয়ে । আমি এর আগেও কয়েক টা পোস্ট লিখে ছিলাম অ্যান্টিভাইরাস নিয়ে ,তার পর আর অনেক দিন লিখা হয়নি । আপনাদের অনেক সাড়া পেয়ে আজ আবার অ্যান্টিভাইরাস নিয়ে লিখতে বসলাম । আশা করি আপনাদের ভাল লাগবে । আর কথা না বলে শুরু করা যাক ।


ক্যাসপারস্কি ইন্টারনেট সিকুরিটি ২০১২ আজীবন এর জন্য
প্রথম এ এই লিঙ্ক থেকে ক্যাসপারস্কি ইন্টারনেট সিকুরিটি ২০১২ এর ট্রাল ভার্সন ডাউনলোড  করে নেন ……
ডাউনলোড  লিঙ্ক ###
এবার ডাউনলোড করা হয়ে গেলে ।  ক্যাসপারস্কি ইন্টারনেট সিকুরিটি ২০১২ কে আপনি ট্রাল হিসাবে অ্যাক্টিভ করবেন । কিভাবে অ্যাক্টিভ করবেন যদি না জানেন । তাহলে এই লিঙ্ক থেকে দেখে নেন । দেখতে হলে এখানে ক্লিক করেন,
আমি বার বার বলে রাখছি , যখন ইন্সটল করবেন তখন ট্রাল হিসাবে অ্যাক্টিভ করবেন । এই বার অ্যাক্টিভ করা হয়ে গেলে ,নরমাল ভাবে আপনি একে আপডেড করে নেন । আপডেড করা হয়ে গেলে । নিচের নিক থেকে এটা ডাউনলোড করে ইন্সটল করে দেন । আর মজা দেখেন . আপনার ট্রাল কখনো আর শেষ হবে না , আজীবন এর জন্য হয়ে গেলো ।আর ট্রাল টা ইন্সটল করার পরও আপনি আপডেড করতে পারবেন .কোন প্রব্লেম হবে না ।


ডাউনলোড লিঙ্ক ###
ডাউনলোড করা হয়ে গেলে উপরের পিকচার এর মতো করে …Reset-a  ক্লিক  করতে হবে । ডান । এখন পিসি কে রিস্টার্ট করে নেন ।আর এ ভাবে যখন আপনার ট্রাল ভার্সন টি শেষ হয়ে যাবে তখন নিজে নিজে আবার অ্যাক্টিভ হয়ে যাবে । তার পর আপডেড চাইলে আপডেড করে নিবেন ।
RESET করার আগে এই নিয়ম টা ফলো করেনঃ
১.Settings > self defenc > Turn off
২. Kaspersky টাকে exit করে নিবেন.
৩. Taskbar থেকেও exit করে নিতে হবে ।
আর যদি এই RESET টা কাজ না করে ,তাহলে এখান থেকে এই টা ডাউনলোড করে নেন ।এটা দিয়ে চেষ্টা করেন । এখানে
RESET করার আগে এই নিয়ম টা ফলো করেনঃ
১.Settings > self defenc > Turn off
২. Kaspersky টাকে exit করে নিবেন.
৩. Taskbar থেকেও exit করে নিতে হবে ।
৪. Run TR_KIS-12.0.0.374tr.bat File as ADMINISTRATOR


এবার আরাম করে ব্যবহার করতে থাকেন  ক্যাসপারস্কি ইন্টারনেট সিকুরিটি ২০১২ আজীবন এর জন্য. ধন্যবাদ ।

এ ছাড়া যদি কারো কোন প্রবলেম হয় ।তাহলে নিচের লিঙ্ক থেকে বইটা ডাউনলোড করেন। ফলো করেন।
ডাউনলোড করার জন্যঃ এখানে 


Collected by Daily tech News