সোমবার, ১৫ অক্টোবর, ২০১২

নিম্নমানের পাওয়ার সাপ্লাই


একটা পাওয়ার সাপ্লায়ের দাম approximately ৪৫০ টাকা থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। যেই পাওয়ার সাপ্লায়ের দাম হাজার টাকার উপর সেইগুলাতে warranty থাকে। কিন্তু যেগুলার দাম হাজার টাকার কম সেইগুলাতে কোন warranty থাকেনা। মানুষের নষ্ট পাওয়ার সাপ্লাইগুলি Elephant road ৮০ টাকা করে কিনে নিয়ে গিয়ে সেগুলা clean, repair, color & packaging করে বিভিন্ন কম্পিউটারের দোকানে ২০০ টাকা করে sale করে। এই পাওয়ার সাপ্লাইগুলি দেখে বুঝার উপায় নেই যে এগুলি repair করা। এই repair করা জিনিসগুলি consumer/customer buy করে ৪৫০-১০০০ টাকায়। এই পাওয়ার সাপ্লাইগুলি pc তে লাগানোর কিছুক্ষণ পর অথবা দুই তিন দিন পরই নষ্ট হয়ে যায়। এতে কোন warranty নেই বলে consumer/customer কে আবার নতুন পাওয়ার সাপ্লাই buy করতে হয়।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন