বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০১১

ডিলিট করা/ ফরম্যাট করা জিনিস ফিরিয়ে আনার উপায়

আমি আজকে যে সফটওয়্যারটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে Recuva । এই সফটওয়্যারটি দিয়ে আপনার ডিলিট করা কিংবা ফরম্যাট দেওয়া সকল কাজ পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে পারবেন । এটি একটি ডাটা রিককভারী সফটওয়্যার । তাহলে এটি দিয়ে কিভাবে কাজ করবেন তা দেখি । প্রথমে এটি এখান থেকে ডাউনলোড করে নিন । Recuva সফটওয়্যারটি ইনষ্টল দেন । তারপর এটি ওপেন করুন নিচের চিত্রের মত ওপেন হবে নেক্ট বাটনে ক্লিক করুন :

ছবি

আপনি আপনার হারানো কোন ফাইলটি ফিরিয়ে আনতে চান তা সিলেক্ট করুন । নিচের চিত্রে আমি পিকচার ফিরিয়ে আনতে চাই তাই পিকচার সিলেক্ট করছি । তারপর নেক্ট দেন ।

ছবি

আপনি ফাইলটি কোথা থেকে ফিরিয়ে আনতে চান তা সিলেক্ট করুন । আমি রিসাইকেল বিন থেকে ফাইলটি ডিলেট করছি তাই রিসাইকেল বিন থেকে ফাইলটি ফিরিয়ে আনব তাই রিসাইকেল সিলেক করছি এবং নেক্ট বাটনে ক্লিক করুন ।

ছবি

নিচের চিত্র অনুসরন করুন :

ছবি

নিচের চিত্রের মত স্ক্যান হবে :

ছবি

স্ক্যান হওয়ার পর দেখবেন আপনার হারানো ফাইলটি বা ডিলেট করা ফাইলটি দেখাবে তা সিলেক্ট করুন তারপর ব্লাউজ এ দিয়ে ফাইলটি কোথায় রাখতে চান তা দেখিয়ে দেন তারপর নিচের চিত্রের মত রিকভার এ ক্লিক করুন ।

ছবি

ব্যস আপনার হারানো ফাইল আবার পুররুদ্ধার হয়ে গেল । [মনে রাখবেন : আপনি যে ড্রাইভ টি ফরমেট দিছেন বা যে ড্রাইভ থেকে ফাইলটি ডিলেট দিয়েছেন ঐই ড্রাইভে আপনার রিকভার হওয়ার ফাইলটি সেভ হবে না ]

3 comments:

Unknown বলেছেন...

ভাল

Unknown বলেছেন...

কথা

Unknown বলেছেন...

ভাইয়া রিকভার করা পিকচার গুলোর বেশিরভাগই আর সাপোর্ট করছে না। কোন পরামর্শ দিতে পারবেন। খুব উপকার হতো

একটি মন্তব্য পোস্ট করুন