আজ দারুন একটি টিপস্ জেনে নিন ”কিভাবে গুগল কে ক্যালকুলেটর হিসেবে ব্যবহার করবেন”। আমারা অনেকের ওয়েব ব্রাউজারে গুগলকে হোমপেজ হিসেবে ব্যবহার করে থাকি। কোন কিছু খোজার প্রয়োজন হলেই গুগলে সার্চ করি। কিন্তু হঠাৎ করে যখন কোন কিছু ক্যালকুলেট করার প্রয়োজন হয় তখন উন্ডোজের ক্যালকুলেটর খুলতে হয় আবার দেখা যায় সেটা দিয়ে আপনি অনেক কিছুই হিসেব করতে পারছেন না। এবার আর চিন্তা নেই গুগলের সার্চ বক্স দ্বারাই আপনি যে কোন কিছু করতে পারবেন এক ক্লিকেই ।
Basic calculations :-
ক্যালকুলেশন করার জন্য বিভিন্ন ধরনের ধাপ আছে। তার মাঝে সংখ্যা দ্বারা যোগ, বিয়োগ, গুন, ভাগ ইত্যাদির ব্যবহার বেশি হয়ে থাকে। গুগল দ্বার ক্যালকুলেশন করার জন্য প্রথমে Google সাইটে প্রবেশ করুন। যদি যোগ করতে চান তবে সার্চ বক্সে 1+1 (উদাহরন স্বরূপ) এন্টার চাপুন। এভাবে বিয়োগ করার জন্য (1-1), গুন করার জন্য (1*1), ভাগ করার জন্য (1/1) লিখে এন্টার চাপুন এবং তার ফলফল দেখতে পাবেন।
Operator | Function | Example |
+ | addition | 3+44 |
- | subtraction | 13-5 |
* | multiplication | 7*8 |
/ | division | 12/3 |
^ | exponentiation (raise to a power of) | 8^2 |
% | modulo (finds the remainder after division) | 8%7 |
choose | X choose Y determines the number of ways of choosing a set of Y elements from a set of X elements | 18 choose 4 |
th root of | calculates the nth root of a number | 5th root of 32 |
% of | X % of Y computes X percent of Y | 20% of 150 |
|
Conversion :-
ইচ্ছে করলে আপনি গুগল ক্যালকুলেটর দ্বারা আরো তথ্য জেনে নিতে পারবেন। যেমন কত মাইলে কত কিলোমিটার। কত mb তে কত kb। উদাহরন:- 700 Mb in kb লিখে এন্টার দিন তারপরই রেজাল্ট পেয়ে যাবেন।
এছাড়া আপনি বিভিন্ন দেশের মুদ্রা’কে কনর্ভাট করে দেখতে পাবেন খুব সহজেই। যেমন ৫০০ USD কত CDN হয় তা কনর্ভাট করতে পারবেন। উদাহরন :- 500 usd in cdn লিখে এন্টার চাপুন তারপরই তার রেজাল্ট দেখাবে।
* গুগলের দারুন সব সুবিধা সম্পন্ন সেবা সমূহ পেতে
google.features পেজ’টি দেখতে পারেন।
নেয়া হয়েছেঃ http://techtunes.com.bd/internet/tune-id/22169/
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন