অনলাইনে দেখুন বিশ্বের অনেক দেশের ২৭৮০ টি’র বেশী লাইভ চ্যানেল ছোট্ট একটি এক্সটেনশন দিয়ে।এর জন্য গুগল ক্রোম এবং মজিলা ফায়ারফক্সের জন্য আলাদা দু’টি এড-অন এড করত হবে আপনার ব্রাউজারে। সাথে বাংলা চ্যানেল তো আছেই… দেশ এবং ক্যাটাগরি দু’টি অপশন আছে এবং সুন্দর করে শ্রেনীবদ্ধ করা আছে চ্যানেলগুলো।

পেজ’টিতে প্রবেশ করে ফায়ারফক্স ব্রাউজারে এডঅন’টি এড করে নিন। এখানেও দেশ এবং ক্যাটাগরী হিসেবে চ্যানেলের তালিকা পাবেন। এডঅনটি ইন্সটল করার পর যদি মিডিয়া প্লেয়ারের প্লাগিন প্রয়োজন হয় তবে windows-media-player-plugin-download এখান থেকে ডাউনলোড করে নিন।
তবে মনে রাখবেন আপনার নেটের স্পিড যত ভালো হবে তত উপভোগ করতে পারবেন। সবাই ভালো থাকবেন।
নেয়া হয়েছেঃ http://techtunes.com.bd/internet/tune-id/22104/
গুগল ক্রোম ইউজারদের জন্য :-
Download TV Chrome Google Chrome Extension from here
এক্সটেনশন’টি আপনার ব্রাউজারে এড হবার পর। ব্রাউজার’টি রি-স্টার্ট করুন এবং এক্সটেনশনে ক্লিক করার দেশ অথবা ক্যাটাগরী অনুসারে চ্যানেল নিবার্চন করার পর নতুন একটি উইন্ডো আসবে। তবে একটি কথা মনে রাখবেন উন্ডোজ মিডিয়া প্লেয়ারের একটি প্লাগইন অবশ্যয় আপনার কম্পিউটারে ইন্সটল করা থাকতে হবে। যদি প্লাগইন’টি না থাকে তবে windows-media-player-plugin-download এখান থেকে ডাউনলোড করে নিন।
মজিলা ফায়ারফক্স ইউজারদের জন্য:-

তবে মনে রাখবেন আপনার নেটের স্পিড যত ভালো হবে তত উপভোগ করতে পারবেন। সবাই ভালো থাকবেন।
নেয়া হয়েছেঃ http://techtunes.com.bd/internet/tune-id/22104/
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন