শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০১১

এক্সেল জানাবে আপনার বয়স

মাইক্রোসফট এক্সেলের সাহায্যে তৈরি করা একটি ফাইলের সাহায্যে আপনি নির্ভুলভাবে বয়স গণনা করতে পারেন। এইজ ক্যালকুলেটর নামের এই এক্সেল ফাইলটি http://mediafire.com/?rtcivk903ctyt9e ঠিকানা থেকে নামিয়ে নিন। ফাইলটি খুলে Current date লেখা বক্সে পর্যায়ক্রমে বর্তমান দিন মাস সাল লিখুন (অর্থাৎ আজকের দিন-তারিখ সাল)। এরপর Date of birth লেখা বক্সে পর্যায়ক্রমে আপনার জন্মদিন, তারিখ ও সাল লিখুন। এরপর Age লেখা বক্সে ক্লিক করলেই দিন, তারিখ ও মাসের হিসাবে আপনার প্রকৃত বয়স বের হয়ে যাবে। এই নিয়মে যে কারও বয়স গণনা করতে পারবেন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন