বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০১১

তৈরি করুন নিজের ছবির ক্যালেন্ডার

এসেছে নতুন বছর। নতুন বছরে অনেকেই বর্ষপঞ্জি বা ক্যালেন্ডার সংগ্রহ করেন।ইচ্ছে করলে আপনি নিজের ছবি দিয়েই তৈরি করে নিতে পারেন নতুন বছরের ক্যালেন্ডার। এ জন্য http://www.calendarika.com ঠিকানার সাইটে যান। এই সাইটে গেলেই ক্যালেন্ডারের অনেক ডিজাইন দেখতে পাবেন। এখান থেকে পছন্দের ডিজাইনে ক্লিক করুন। পরের পৃষ্ঠায় Upload your main photo অপশনে ক্যালেন্ডারের প্রধান ছবি হিসেবে যে ছবিটি দেখতে চান সেটি Upload করুন। এরপর Upload your background photo অপশনে ক্যালেন্ডারের ব্যাকগ্রাউন্ডে যে ছবি দেখতে চান সেটি একই নিয়মে Upload করুন। ক্যালেন্ডারের মাস ও বছর নির্বাচন করার জন্য Advance option মেনুতে ক্লিক করুন। ইচ্ছে করলে Advance option থেকে আপনি ক্যালেন্ডারে নিজের নাম বা কোনো বার্তা লিখতে পারেন। সবশেষে Next অপশনে ক্লিক করলেই তৈরি হয়ে যাবে আপনার কাঙ্ক্ষিত ক্যালেন্ডার। ইমেজ ফরম্যাটে তৈরি হওয়া ক্যালেন্ডারটি আপনার পিসিতে সেভ করে রাখুন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন