বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০১১

নিটরো পিডিএফ রিডার

পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট (পিডিএফ) পড়ার জন্য এডোবি পিডিএফ রিডার যেমন ভালো সফটওয়্যার, তেমনই পিডিএফ ফাইল তৈরি করা বা সম্পাদনা করার জন্য এডোবি অ্যাক্রোবেট বেশ জনপ্রিয়।
তবে বিকল্প হিসেবে বিভিন্ন ছোট ছোট পিডিএফ রিডার, পিডিএফ ক্রিয়েটরও ভালো। এমনই একটি পিডিএফ রিডার ও ক্রিয়েটর হচ্ছে নিটরো পিডিএফ রিডার।
এটি দিয়ে পিডিএফ পড়াসহ যেকোনো ডকুমেন্ট বা ওয়েব পাতাকে পিডিএফ তৈরি করা এবং পিডিএফ ডকুমেন্টে লেখা বা ডিজিটাল স্বাক্ষর সংযোজন করা যাবে।
মাইক্রোসফট অফিস-২০০৭-এর গ্রাফিক্যাল আদলে তৈরি করা বিনামূল্যে সফটওয়্যারটি www.nitroreader.com থেকে নামানো (ডাউনলোড) যাবে, যা উইন্ডোজের সব সংস্করণে চলবে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন