বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০১১

ফেসবুকে দ্রুত ছবি দেখুন

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে দ্রুত ছবি দেখতে চাইলে ওয়েবসাইট দেখার সফটওয়্যার ফায়ারফক্সের ফেসবুক ফটো জুম নামের একটি প্রোগ্রাম (অ্যাড-অনস) ইনস্টল করতে হবে। https://addons.mozilla.org/enUS/firefox/addon/125440/ ঠিকানার ওয়েবসাইট থেকে প্রোগ্রামটি নামিয়ে নিন। প্রোগ্রামটি ইনস্টল হয়ে গেলে ফায়ারফক্স পুনরায় চালু করুন। এবার ফেসবুকে ঢুকে আপনার বা আপনার কোনো বন্ধুর প্রোফাইল ছবি বা অ্যালবামে রাখা ছবিগুলো আপনি যে ছবিটি দেখতে চান, ওই ছবিটির ওপরে শুধু মাউসের কারসরটি রাখুন।
দেখবেন সঙ্গে সঙ্গে আরেকটি ফ্লাইং উইন্ডোতে ছবিটি প্রদর্শিত হচ্ছে। এতে সহজে বন্ধুদের ছবি দেখতে পারবেন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন