বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০১১

ফায়ারফক্স (উইন্ডোজ) ইউজারদের জন্য বাংলায় কী-বোর্ড শর্টকাট

ফায়ারফক্স হচ্ছে বহুল ব্যবহৃত ও অত্যাধিক জনপ্রিয় একটি ওয়েব ব্রাউজার। এটি মজিলা কর্পোরেশন থেকে প্রকাশিত একটি ওয়েব ব্রাউজার যেটি আমরা অনেকেই ব্যবহার করছি। এর জনপ্রিয়তার কারণ হচ্ছে এর রয়েছে অসংখ্য অদ্বিতীয় ফিচার এবং এটি সহযে ব্যবহার যোগ্য। আর এটি যেহেতু আমরা অনেকেই ব্যবহার করছি তাহলে এই ফায়ারফক্স ব্রাউজারের কিছু খুটিনাটি বিষয় আমাদের শিখে রাখা উত্তম। আর তাই আজকে আমি ফায়ারফক্স এর যত কী-বোর্ড শর্টকাট আছে সেগুলোকে আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরছি।



ব্রাউজার উইন্ডো সংক্রান্ত শর্টকাটঃ


:*: Ctrl-N =নতুন ব্রাউজার উইন্ডো ওপেন করবে।

:*: Ctrl-Shift-W = Alt-F4 = ব্রাউজার উইন্ডোটি ক্লোজ করবে।

Enter = সিলেক্ট করা হাইপার লিংকটি এক্টিভেইট করবে।

Ctrl-Enter = Shift-Enter = সিলেক্ট করা হাইপার লিংকটি একটি নতুন উইন্ডোতে ওপেন করবে।

Alt-Enter = সিলেক্ট করা হাইপার লিংক সেইভ করবে (Save target of selected hyperlink as)

F11 = ফুল স্ক্রীন।

Up Arrow =
ব্রাউজার উইন্ডোর উপরের দিকে যাবে।

Down Arrow =
ব্রাউজার উইন্ডোর নিচের দিকে যাবে।

Page Up =
উপরের দিকে দ্রুত স্ক্রল করবে।

Page Down =
নিচের দিকে দ্রুত স্ক্রল করবে।

End = পেইজের নিচের প্রান্তে যাবে।

Home = পেইজের টপে ফিরে আসবে।

F6 = পরবর্তী ফ্রেইমে যাবে।

Shift-F6 = পূর্ববর্তী ফ্রেইমে যাবে।

Ctrl-S = সেইভ পেইজ এজ (Save Page As)।

Ctrl-O = ফাইল ওপেন করা।

Ctrl-P = ওয়েব পেইজ প্রিন্ট করবে।


ট্যাব সংক্রান্ত শর্টকাটঃ

:*: Ctrl-T = নতুন ট্যাব ওপেন করবে।

:*: Ctrl-Tab = Ctrl-Page Down = পরবর্তী ট্যাবে যাবে।

:*: Ctrl-Shift-Tab = Ctrl-Page Up = পূর্ববর্তী ট্যাবে যাবে।

:*: Ctrl-W = Ctrl-F4 = ট্যাব ক্লোজ করবে।

:*: Ctrl-1 = প্রথম ট্যাবে যাবে।

Ctrl-2 =
দ্বিতীয় ট্যাবে যাবে।

Ctrl-3 = তৃতীয় ট্যাবে যাবে।

Ctrl-4 =
চতুর্থ ট্যাবে যাবে।

Ctrl-5 = পঞ্চম ট্যাবে যাবে।

Ctrl-6 = ষষ্ঠ ট্যাবে যাবে।

Ctrl-7 = সপ্তম ট্যাবে যাবে।

Ctrl-8 = অষ্টম ট্যাবে যাবে।

Ctrl-9 = নবম ট্যাবে যাবে।



পেইজ লোডিং সংক্রান্ত শর্টকাটঃ


:*: F5 = Ctrl-R = রিফ্রেশ বা রিলোড মানে পুনরায় লোডিং হবে।

Ctrl-F5 = Ctrl-Shift-R =
সুপার রিফ্রেশ (এমনভাবে রিফ্রেশ করবে আপনি পেজটিকে রিফ্রেশ বা রিলোড করার আগে যেমন দেখেছিলেন পেজটি রিফ্রেশ হওয়ার পরও ঠিক তেমনই অপরিবর্তিত থাকবে)

:*: Backspace = পূর্বের পেইজটি পুনরায় লোডিং হবে।

:*: Shift-Backspace = পরবর্তী পেইজটি পুনরায় লোডিং হবে।

:*: Escape = পেইজ লোডিং বন্ধ করবে।

Alt-Home = আপনার হোম পেইজটি লোডিং হবে।



ওয়েব পেইজের টেক্সট সংক্রান্ত শর্টকাটঃ


Ctrl-A = পেইজের সবকিছু
সিলেক্ট করবে।

F7 = কারেট ব্রাউজিং অপশন চালু হবে অর্থাৎ ব্রাউজার উইন্ডোতে আনিত ওয়েব পেইজে একটি কার্সার চলে আসবে যার দ্বারা আপনি কী-বোর্ড এর সাহায্যে টেক্সট সিলেক্ট করতে পারবেন। আবার পুনরায় F7 চাপলে কারেট ব্রাউজিং অপশনটি বন্ধ হয়ে যাবে।

Ctrl-C =
কপি করবে।

Ctrl-X = কাট করবে।

Ctrl-V =
পেস্ট করবে।

:*: Ctrl-- = লেখার আকৃতি ছোট করবে।

:*: Ctrl-+ = লেখার আকৃতি বড় করবে।

:*: Ctrl-0 = লেখার আকৃতি রিস্টোর করবে মানে প্রথম অবস্থায় ফিরিয়ে আনবে।

:*: Down Arrow = টেক্সটবক্সের পরবর্তী অটোকমপ্লিট এন্ট্রি সিলেক্ট করবে।

:*: Up Arrow = টেক্সটবক্সের পূর্ববর্তী অটোকমপ্লিট এন্ট্রি সিলেক্ট করবে।

Delete = মুছে ফেলবে।

:*: Shift-Delete = নির্দিষ্ট ফর্মের অটোকমপ্লিট এন্ট্রি মুছে ফেলবে।

Ctrl-Z = আনডো (Undo) মানে পূর্বের অবস্থায় ফিরে যাবে।

Ctrl-Shift-Z = Ctrl-Y =
রিডো (Redo) মানে কোন কাজ আবার করা।



বুকমার্ক সংক্রান্ত শর্টকাটঃ


:*: Ctrl-D = বুকমার্ক সংযোজন করবে।

Ctrl-B = Ctrl-I = বুকমার্ক উইন্ডোটি ব্রাউজারে প্রদর্শিত হবে।



এড্র্যাসবার সংক্রান্ত শর্টকাটঃ


:*: Ctrl-L = Alt-D = এড্র্যাসবার / লোকেশনবারটিকে সিলেক্ট করবে।

:*: Alt-Enter = কোন এড্র্যাসকে নতুন উইন্ডোর এড্র্যাসবারে ওপেন করবে।

:*: Ctrl-Enter = এড্র্যাসবারে .com যুক্ত করবে।

:*: Shift-Enter = এড্র্যাসবারে .net যুক্ত করবে।

:*: Ctrl-Shift-Enter = এড্র্যাসবারে .org যুক্ত করবে।



সার্চ বক্স সংক্রান্ত শর্টকাটঃ


:*: Ctrl-K = ওয়েব সার্চ মানে সার্চ বক্স সিলেক্ট করবে।

:*: Ctrl-Down Arrow = সার্চবারে পরবর্তী সার্চ ইঞ্জিন সিলেক্ট করবে।

:*: Ctrl-Up Arrow = সার্চবারে পূর্ববর্তী সার্চ ইঞ্জিন সিলেক্ট করবে।


খোজাখুজি সংক্রান্ত শর্টকাটঃ


:*: Ctrl-F = একই পেইজের মধ্যে খোজ করা।

Ctrl-Shift-G = Shift-F3 = পূর্ববর্তীগুলো খোজে বের করা।

Ctrl-G = F3 =
পুনোরায় খোজা (Find Again)।

‘ = দ্রুত লিংক খোজে বের করা।

/ = দ্রুত টেক্সট খোজে বের করা।



বিবিধ শর্টকাটঃ


F1 = হেল্প।

Ctrl-H =
হিস্ট্রি।

Ctrl-J = ডাউনলোড।

Ctrl-M = নতুন মেইল বার্তা।

Ctrl-Shift-I =
DOM ইন্সপেক্টর।



সোর্সকোড সংক্রান্ত শর্টকাটঃ


:*: Ctrl-U = পেইজ সোর্স (সোর্স কোড) দেখাবে।


অনেকের কাজে লাগবে। একারণেই ফায়ারফক্স কী-বোর্ড শর্টকাটগুলো আমি এখানে শেয়ার করলাম। এগুলোকে মনেরাখার চেস্টা করুন এবং সেইসাথে প্রয়োজনীয় শর্টকাটগুলোকে বার বার ব্যবহার করুন। তাহলেই এগুলো আপনার মনে থাকবে এবং সবসময় এই শর্টকাটগুলোকে আপনি দক্ষতার সহিত ব্যবহার করতে পারবেন।

ধন্যবাদ সবাইকে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন