শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০১১

বাড়িয়ে নিন কম্পিউটারের ভার্চুয়াল মেমোরি

কম্পিউটারের র‌্যাম কম থাকলে কম্পিউটার ধীরগতির হয়ে যায় এবং একসঙ্গে একাধিক প্রোগ্রাম চালালে প্রায়ই কম্পিউটার হ্যাং করে। কম্পিউটারের ভার্চুয়াল মেমোরি বাড়িয়ে এ সমস্যা থেকে কিছুটা পরিত্রাণ পেতে পারেন। ভার্চুয়াল মেমোরি বাড়ানোর জন্য প্রথমে My computer এ মাউস রেখে ডান বাটনে ক্লিক করে properties-এ যান।
এখন Advance-এ ক্লিক করে performance-এর settings-এ ক্লিক করুন। আবার Advance-এ ক্লিক করুন। এখন change-এ ক্লিক করে নতুন উইন্ডো আসলে সেটির Initial size ও Maximum size-এ আপনার ইচ্ছামতো size লিখে set-এ ক্লিক করে ok দিয়ে বেরিয়ে আসুন। তবে Initial size-এ আপনার কম্পিউটারের র‌্যামের size-এর দ্বিগুণ এবং Maximum size-এ র‌্যামের size-এর চারগুণ দিলে ভাল হয়।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন