বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০১১

সহজেই ছবি রাখুন ওয়েবে

ছবি ভাগাভাগি বা সংরক্ষণ করার জন্য অনেকেই ছবির ওয়েবসাইটে ছবি রাখেন (আপলোড)। বিনামূল্যে ছবি প্রকাশ করার (হোস্টিং) সাইট ইমেজশ্যাকে ছবি রাখা যায় নিবন্ধন অথবা নিবন্ধন ছাড়াও। তবে নিবন্ধনের মাধ্যমে পরবর্তী সময়ে ছবির নিয়ন্ত্রণ করা যায়। ইমেজশ্যাকে ছবি আপলোড করার দারুণ একটি প্রোগ্রাম (অ্যাড-অনস) হচ্ছে রিহোস্ট ইমেজ।
এ প্রোগ্রাম দ্বারা ওয়েবসাইট দেখার সফটওয়্যার ফায়ারফক্স থেকে এক ক্লিকেই ছবি আপলোড করা যায়। এ জন্য https://addons.mozilla.org/en-US/firefox/addon/9221/ থেকে প্রোগ্রামটি ইনস্টল করে ফায়ারফক্স পুনরায় চালু করুন। এবার যে ছবিটি আপলোড করতে চান, সেটি ফায়ারফক্সে খুলে অথবা অন্য কোনো ওয়েবসাইটের ছবির ওপরে মাউসের ডান বাটন ক্লিক করে Rehost Image and Copy to Clipboard-এ ক্লিক করুন, তাহলে কিছুক্ষণের মধ্যে ছবিটি আপলোড হয়ে যাবে, যা স্টাটাস বারে দেখাবে। ডিফল্টভাবে ছবিটি ইমেজশ্যাকে নিবন্ধনবিহীন আপলোড হবে। ইমেজশ্যাকের নিজের অ্যাকাউন্টে বা অন্য কোনো এফটিপি সার্ভারেও ছবি আপলোড করা যাবে।
এফটিপি সার্ভারে ছবি আপলোড করার জন্য অ্যাড-অনসের Rehost Image-এর অপশনে গিয়ে Upload to-এর ড্রপ-ডাউনে FTP নির্বাচন করে নিচে এফটিপির তথ্য দিয়ে Ok করুন। ইমেজশ্যাকের নিজের অ্যাকাউন্টে আপলোড করতে Upload to-এ ImageShack নির্বাচিত রেখে নিচের Upload to your account রেডিও বাটন নির্বাচন করে Registration code-এ অ্যাকাউন্টের প্রোফাইল থেকে প্রাপ্ত রেজিস্ট্রেশন কোড বসিয়ে Ok করুন। এ ছাড়া আপলোডের সময় ছবি রিসাইজ করা, রিনেম করা, আপলোডকৃত ছবির লিংকের হিস্টোরি দেখা ইত্যাদি সুবিধাও আছে অ্যাড-অনসটিতে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন