পিসি সার্টডাউন টাইমার দারুন একটি সফটয়্যার আপনার কম্পিউটারকে নিদিষ্ট সময়ে সার্টডাউন/রিস্ট্যার্ট করার জন্য। ২৪৪ কেবি’র ছোট্ট সফটয়্যার’টি আমি অনেক দিন যাবৎ ব্যবহার করছি… আজ এই সফটয়্যার’টি শেয়ার করলাম আপনাদের সাথে। আমি প্রতিদিন রাতে ঘুমাতে যাবার আগে ১৫-২০ মিনিট গান শুনি কম্পিউটারে। তাই এই সফটয়্যার’টি দ্বারা কম্পিউটার বন্ধ করার নিদির্ষ্ট সময় সেট করে দিয়ে ঘুমাতে যাই…নিদির্ষ্ট সময়পর অটোমেটিক ভাবে কম্পিউটার বন্ধ হয়ে যায়। আবার দেখা যায় কোথায় বের হবো কিন্তু কম্পিউটারে গান/মুভি/সফটয়্যার ডাউনলোড করছি… তখন অনুমানিক সময় ধারনা করে সার্টডাউন টাইম সেট করে দেই… নিদির্ষ্ট সময়ের পর কম্পিউটার’টি বন্ধ হয়ে যায়। আপনিও এমন দারুন সুবিধা পাবেন সফটয়্যার’টি ব্যবহার করে…
ছোট্ট এই সফটয়্যার’টি যে কোন উন্ডোজ অপারেটিং সিস্টেমে সাপোর্ট করে।
উপরের ডাউনলোড লিঙ্ক থেকে সরাসরি সফটয়্যার’টি নামিয়ে নিতে পারবেন। সফটয়্যার’টি ফ্রিওয়্যার এবং সেটআপ করার জামেলা নেই.. ডাউনলোড করার পর আপনার কম্পিউটারে সফটয়্যারটি রাখুন এবং ডাবল ক্লিকে সফটয়্যার’টি চালু করুন তারপর আপনার ইচ্ছেমত Log off, Hibernate, Standby, Restart, Shutdown আপশন থেকে আপনার পছন্দের অপশনে ক্লিক করার পর টাইম সেট করে দিন এবং Run Timer এ ক্লিক করুন ব্যস হয়ে গেলো….
সফটয়্যার’টির > Home Page < ভিজিট করতে পারেন আরো তথ্যের জন্য। আশা করি টিউন’টি অনেকের কাজে আসবে এবং ভালো লাগবে……………
নেয়া হয়েছেঃ http://techtunes.com.bd/download/tune-id/23558/
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন