এখন আপনার কম্পিউটার থেকে বিশ্বের ৪০’টি দেশের মোবাইল বা ল্যান্ডফোনে প্রতিদিন ফ্রি-কল করতে পারবেন। অষ্ট্রেলিয়া, আমেরিকা, ইটালী, মালোয়শিয়া, ফ্রান্স, চীন, কানাডাসহ আরো অনেক দেশেই ফ্রি কল করা যাবে। আপনি প্রতিদিন ৩’টি করে মাসে ৯০’টি কল করা সুযোগ পাবেন এবং প্রতিটি কল সর্বনিম্ন ৩ থেকে সবোর্চ্চ ৬ মিনিট পর্যন্ত। ফ্রি’তে এতেই বা কম কিসে সেটা আবার যদি হয় প্রতিদিন।এখন দেশের বাহিরে থাকা আত্বীয়-স্বজন/বন্ধুদের সাথে ফ্রি কথা বলতে পারবেন প্রতিদিন। ফ্রি-কলের এ সেবা’টি দিচ্ছে Tuitalk ।
যেভাবে ফ্রি-কল করবেন :
- প্রথমে এখানে ক্লিক আপনার ই-মেইল দ্বারা রেজিষ্টেশন করুন।
- রেজিষ্টেশন সম্পূর্ন হবার পর এখান থেকে উইন্ডোজের জন্য ভার্শন’টি ডাউনলোড করে ইন্সটল করে নিন। চাইলে মোবাইল ভার্শন ডাউনলোড করতে পারেন।
- এবার রেজিষ্ট্রেশন করা ই-মেইল আইডি এবং পাসওয়ার্ড দ্বারা লগ-ইন করুন।
- ফ্রি-কল করার জন্য ৪০’টি দেশের লিস্ট পাবেন সেখান থেকে আপনি যে দেখে কল করতে চান সে দেশের পতাকা’টি নির্বাচন করে কান্ট্রিকোড ছাড়া মোবাইল/ল্যান্ডফোন নাম্বার’টি প্রবেশ করে ডায়াল করুন। একটি ভিডিও এড প্লে হবে, ভিডিও এড’টি শেষ না হওয়া পযন্ত অপেক্ষা করুন।তারপর’ই কাঙ্খিত নাম্বারে কথা বলতে পারবেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন