রবিবার, ৩০ জানুয়ারী, ২০১১

সম্পূর্ন একটি সাইট ডাউনলোড করতে ছোট্ট একটি সফটওয়্যার

bsshot সম্পূর্ন একটি সাইট ডাউনলোড করতে ছোট্ট একটি সফটওয়্যার | Techtunes
BackStreet Browser একটি ফ্রি টুলস্ যা দ্বারা আপনি চাইলে সম্পূর্ন একটি সাইট আপনার কম্পিউটারে ডাউনলোড করে রাখতে পারেন এবং নেট কানেকশন ছাড়া সেই সাইট/ব্লগ’টি পড়তে পারবেন। এটি’কে অফলাইন ব্রাউজার বা ওয়েবসাইট ডাউনলোডার বলা যায়।
BackStreet Browser সফটওয়্যার’টি মাত্র ১.৪৮ মেগাবাইট। এটি একটি সাইট থেকে HTML, graphics, Java Applets, sound এবং সেই সাইটের অন্যান্য সকল ডাটা আপনার হার্ডডিস্কে জমা করবে।
নিচের লিঙ্ক থেকে সবপ্রর্থম টুলস্’টি ডাউনলোড করেন এবং চালু করুন New এ ক্লিক করে একটি প্রোজেক্ট খুলুন তারপর URL এর স্থানে সাইটের ঠিকানা দিন যেমন: www.nilanchol.com, কোথায় সেভ করতে চান দেখিয়ে দিন। ব্যাস তারপর ডাউনলোড স্টার্ট হবে যাবে।
Download nilanchol সম্পূর্ন একটি সাইট ডাউনলোড করতে ছোট্ট একটি সফটওয়্যার | Techtunes

BackStreet Browser

আরো জানতে এখানে দেখতে পারেন:


নেয়া হয়েছেঃ http://techtunes.com.bd/internet/tune-id/40831/

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন