বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০১১

সহজেই খুঁজে বের করুন পিডিএফ ফাইল

ওয়েবসাইট দেখার সফটওয়্যার ফায়ারফক্স ব্যবহারকারীরা pdf search and viewer নামের একটি টুলবারের সাহায্যে সহজেই পিডিএফ ফাইল খুঁজে বের করতে পারেন। টুলবারটি https://addons.mozilla.org/en-US/firefox/addon/235876/ ঠিকানা থেকে নামিয়ে নিন। এখন ফায়ারফক্স পুনরায় চালু (রিস্টার্ট) করুন। এবার অ্যাড্রেসবারের নিচে থাকা avidpdf নামের টুলবারে কাঙ্ক্ষিত পিডিএফ ফাইলের নাম বক্সে লিখে search pdf অপশনে ক্লিক করুন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন