Pages

সোমবার, ১৫ অক্টোবর, ২০১২

laptop & computer parts (motherboard/processor)


Laptop & computer parts buyer কে 2nd generating বলে তাকে 1st generation এর জিনিস ধরিয়ে দিচ্ছে। computer parts এর 1st & 2nd generation সবগুলার মোড়ক same হয়ে থাকে তাই দেখে বুঝা যায়না। আর ল্যাপটপের ক্ষেত্রে নতুন specification এর মধ্যে ব্যাকেটে 2nd generation কথাটা একটা স্টিকারে লিখে তা laptop box এ লাগিয়ে দেয়। laptop & computer parts 2nd genaration বলে customer দের কাছ থেকে বেশি টাকা আদায় করে থাকে।

নিম্নমানের পাওয়ার সাপ্লাই


একটা পাওয়ার সাপ্লায়ের দাম approximately ৪৫০ টাকা থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। যেই পাওয়ার সাপ্লায়ের দাম হাজার টাকার উপর সেইগুলাতে warranty থাকে। কিন্তু যেগুলার দাম হাজার টাকার কম সেইগুলাতে কোন warranty থাকেনা। মানুষের নষ্ট পাওয়ার সাপ্লাইগুলি Elephant road ৮০ টাকা করে কিনে নিয়ে গিয়ে সেগুলা clean, repair, color & packaging করে বিভিন্ন কম্পিউটারের দোকানে ২০০ টাকা করে sale করে। এই পাওয়ার সাপ্লাইগুলি দেখে বুঝার উপায় নেই যে এগুলি repair করা। এই repair করা জিনিসগুলি consumer/customer buy করে ৪৫০-১০০০ টাকায়। এই পাওয়ার সাপ্লাইগুলি pc তে লাগানোর কিছুক্ষণ পর অথবা দুই তিন দিন পরই নষ্ট হয়ে যায়। এতে কোন warranty নেই বলে consumer/customer কে আবার নতুন পাওয়ার সাপ্লাই buy করতে হয়।

বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০১২

ক্যাসপারস্কি ইন্টারনেট সিকুরিটি ২০১২ আজীবন এর জন্য

সবাই কে সালাম এবং শুভেচ্ছা । কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন আর ভাল থাকেন এই কামনা করি । আমি সব সময় চিন্থা করি ভিন্ন কিছু নিয়ে টিপস লিখতে । আর আজ ও তার কোন বেতিক্রম করি নাই. আজ আমি নিয়ে হাজির হয়েছি ক্যাসপারস্কি ইন্টারনেট সিকুরিটি ২০১২ আজীবন  এর মেয়াদ নিয়ে । আমি এর আগেও কয়েক টা পোস্ট লিখে ছিলাম অ্যান্টিভাইরাস নিয়ে ,তার পর আর অনেক দিন লিখা হয়নি । আপনাদের অনেক সাড়া পেয়ে আজ আবার অ্যান্টিভাইরাস নিয়ে লিখতে বসলাম । আশা করি আপনাদের ভাল লাগবে । আর কথা না বলে শুরু করা যাক ।


ক্যাসপারস্কি ইন্টারনেট সিকুরিটি ২০১২ আজীবন এর জন্য
প্রথম এ এই লিঙ্ক থেকে ক্যাসপারস্কি ইন্টারনেট সিকুরিটি ২০১২ এর ট্রাল ভার্সন ডাউনলোড  করে নেন ……
ডাউনলোড  লিঙ্ক ###
এবার ডাউনলোড করা হয়ে গেলে ।  ক্যাসপারস্কি ইন্টারনেট সিকুরিটি ২০১২ কে আপনি ট্রাল হিসাবে অ্যাক্টিভ করবেন । কিভাবে অ্যাক্টিভ করবেন যদি না জানেন । তাহলে এই লিঙ্ক থেকে দেখে নেন । দেখতে হলে এখানে ক্লিক করেন,
আমি বার বার বলে রাখছি , যখন ইন্সটল করবেন তখন ট্রাল হিসাবে অ্যাক্টিভ করবেন । এই বার অ্যাক্টিভ করা হয়ে গেলে ,নরমাল ভাবে আপনি একে আপডেড করে নেন । আপডেড করা হয়ে গেলে । নিচের নিক থেকে এটা ডাউনলোড করে ইন্সটল করে দেন । আর মজা দেখেন . আপনার ট্রাল কখনো আর শেষ হবে না , আজীবন এর জন্য হয়ে গেলো ।আর ট্রাল টা ইন্সটল করার পরও আপনি আপডেড করতে পারবেন .কোন প্রব্লেম হবে না ।


ডাউনলোড লিঙ্ক ###
ডাউনলোড করা হয়ে গেলে উপরের পিকচার এর মতো করে …Reset-a  ক্লিক  করতে হবে । ডান । এখন পিসি কে রিস্টার্ট করে নেন ।আর এ ভাবে যখন আপনার ট্রাল ভার্সন টি শেষ হয়ে যাবে তখন নিজে নিজে আবার অ্যাক্টিভ হয়ে যাবে । তার পর আপডেড চাইলে আপডেড করে নিবেন ।
RESET করার আগে এই নিয়ম টা ফলো করেনঃ
১.Settings > self defenc > Turn off
২. Kaspersky টাকে exit করে নিবেন.
৩. Taskbar থেকেও exit করে নিতে হবে ।
আর যদি এই RESET টা কাজ না করে ,তাহলে এখান থেকে এই টা ডাউনলোড করে নেন ।এটা দিয়ে চেষ্টা করেন । এখানে
RESET করার আগে এই নিয়ম টা ফলো করেনঃ
১.Settings > self defenc > Turn off
২. Kaspersky টাকে exit করে নিবেন.
৩. Taskbar থেকেও exit করে নিতে হবে ।
৪. Run TR_KIS-12.0.0.374tr.bat File as ADMINISTRATOR


এবার আরাম করে ব্যবহার করতে থাকেন  ক্যাসপারস্কি ইন্টারনেট সিকুরিটি ২০১২ আজীবন এর জন্য. ধন্যবাদ ।

এ ছাড়া যদি কারো কোন প্রবলেম হয় ।তাহলে নিচের লিঙ্ক থেকে বইটা ডাউনলোড করেন। ফলো করেন।
ডাউনলোড করার জন্যঃ এখানে 


Collected by Daily tech News

বুধবার, ৮ জুন, ২০১১

সক্রিয় করুন উইন্ডোজের নিষ্ক্রিয় প্রোগ্রাম

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে অনেক সময় ভাইরাসের কারণে ফোল্ডার অপশন, টাস্ক ম্যানেজার, কন্ট্রোল প্যানেল, সিস্টেম রিস্টোর, রান মেনু, কনটেক্সট মেনু, মাই কম্পিউটার, সার্চ অপশন, কমান্ড কনসোল, রেজিস্ট্রি এডিটর, এমএস কনফিগার ইত্যাদি ইউটিলিটি প্রোগ্রাম নিষ্ক্রিয় হয়ে থাকে।‘রি-এনাবল’ নামের একটি সফটওয়্যার দিয়ে আপনি সহজেই এসব ইউটিলিটি সক্রিয় করতে পারবেন। মাত্র ৭৭৩ কিলোবাইটের ছোট্ট এই সফটওয়্যারটিhttp://mediafire.com/?sl7aoa2ed9zl7zh ঠিকানার ওয়েবসাইট থেকে নামিয়ে নিন। এরপর জিপ ফাইলটি খুলুন।সফটওয়্যারটি বহনযোগ্য (পোর্টেবল) বলে ইনস্টলের ঝামেলা নেই। সফটওয়্যারটি খুলে যে ইউটিলিটি নিষ্ক্রিয় রয়েছে, সেটির নাম নির্বাচন করে Re-enable বাটনে ক্লিক করলেই ওই ইউটিলিটি সক্রিয় হয়ে যাবে। এ ছাড়া এই সফটওয়্যারটি দিয়ে আপনি আরও অনেক কাজ করতে পারবেন। যেমন: autorun.inf ভাইরাস শনাক্ত করা, ডেস্কটপ রিপেয়ার করা, ফোল্ডারের এট্রিবিউট পরিবর্তন করা ইত্যাদি।


তথ্যসূত্রঃ প্রথম আলো

কিছু রান কমেন্ট

All Run Commands in Windows XP SQL Client Configuration – cliconfg System Configuration Editor – sysedit System Configuration Utility – msconfig System File Checker Utility (Scan Immediately)- sfc /scannow System File Checker Utility (Scan Once At Next Boot)- sfc /scanonce System File Checker Utility (Scan On Every Boot) – sfc /scanboot System File Checker Utility (Return to Default Setting)- sfc /revert System File Checker Utility (Purge File Cache)- sfc /purgecache System File Checker Utility (Set Cache Size to size x)-sfc/cachesize=x System Information – msinfo32. Task Manager – taskmgr System Properties – sysdm.cpl Task Manager – taskmgr TCP Tester – tcptest Telnet Client – telnet Tweak UI (if installed) – tweakui User Account Management- nusrmgr.cpl Utility Manager – utilman Windows Address Book – wab Windows Address Book Import Utility – wabmig Windows Backup Utility (if installed)- ntbackup Windows Explorer – explorer Windows Firewall- firewall.cpl Windows Magnifier- magnify Windows Management Infrastructure – wmimgmt.msc Windows Media Player – wmplayer Windows Messenger – msmsgs Windows Picture Import Wizard (need camera connected)- wiaacmgr Windows System Security Tool – syskey Windows Update Launches – wupdmgr Windows Version (to show which version of windows)- winver Windows XP Tour Wizard – tourstart Wordpad – write Password Properties – password.cpl Performance Monitor – perfmon.msc Phone and Modem Options – telephon.cpl Phone Dialer – dialer Pinball Game – pinball Power Configuration – powercfg.cpl Printers and Faxes – control printers Printers Folder – printers Private Character Editor – eudcedit Quicktime (If Installed)- QuickTime.cpl Real Player (if installed)- realplay Regional Settings – intl.cpl Registry Editor – regedit Registry Editor – regedit32 Remote Access Phonebook – rasphone Remote Desktop – mstsc Removable Storage – ntmsmgr.msc Removable Storage Operator Requests – ntmsoprq.msc Resultant Set of Policy (XP Prof) – rsop.msc Scanners and Cameras – sticpl.cpl Scheduled Tasks – control schedtasks Security Center – wscui.cpl Services – services.msc Shared Folders – fsmgmt.msc Shuts Down Windows – shutdown Sounds and Audio – mmsys.cpl Spider Solitare Card Game – spider Malicious Software Removal Tool – mrt Microsoft Access (if installed) – access.cpl Microsoft Chat – winchat Microsoft Excel (if installed) – excel Microsoft Frontpage (if installed)- frontpg Microsoft Movie Maker – moviemk Microsoft Paint – mspaint Microsoft Powerpoint (if installed)- powerpnt Microsoft Word (if installed)- winword Microsoft Syncronization Tool – mobsync Minesweeper Game – winmine Mouse Properties – control mouse Mouse Properties – main.cpl Nero (if installed)- nero Netmeeting – conf Network Connections – control netconnections Network Connections – ncpa.cpl Network Setup Wizard – netsetup.cpl Notepad – notepad Nview Desktop Manager (If Installed)- nvtuicpl.cpl Object Packager – packager ODBC Data Source Administrator- odbccp32.cpl On Screen Keyboard – osk Opens AC3 Filter (If Installed) – ac3filter.cpl Outlook Express – msimn Paint – pbrush Keyboard Properties – control keyboard IP Configuration (Display Connection Configuration) – ipconfi/all IP Configuration (Display DNS Cache Contents)- ipconfig /displaydns IP Configuration (Delete DNS Cache Contents)- ipconfig /flushdns IP Configuration (Release All Connections)- ipconfig /release IP Configuration (Renew All Connections)- ipconfig /renew IP Configuration(RefreshesDHCP&Re-RegistersDNS)-ipconfig/registerdns IP Configuration (Display DHCP Class ID)- ipconfig/showclassid IP Configuration (Modifies DHCP Class ID)- ipconfig /setclassid Java Control Panel (If Installed)- jpicpl32.cpl Java Control Panel (If Installed)- javaws Local Security Settings – secpol.msc Local Users and Groups – lusrmgr.msc Logs You Out Of Windows – logoff….. Accessibility Controls – access.cpl Accessibility Wizard – accwiz Add Hardware – Wizardhdwwiz.cpl Add/Remove Programs – appwiz.cpl Administrative Tools control – admintools Adobe Acrobat (if installed) – acrobat Adobe Designer (if installed)- acrodist Adobe Distiller (if installed)- acrodist Adobe ImageReady (if installed)- imageready Adobe Photoshop (if installed)- photoshop Automatic Updates – wuaucpl.cpl Bluetooth Transfer Wizard – fsquirt Calculator – calc Certificate Manager – certmgr.msc Character Map – charmap Check Disk Utility – chkdsk Clipboard Viewer – clipbrd Command Prompt – cmd Component Services – dcomcnfg Computer Management – compmgmt.msc Control Panel – control Date and Time Properties – timedate.cpl DDE Shares – ddeshare Device Manager – devmgmt.msc Direct X Control Panel (If Installed)- directx.cpl Direct X Troubleshooter- dxdiag Disk Cleanup Utility- cleanmgr Disk Defragment- dfrg.msc Disk Management- diskmgmt.msc Disk Partition Manager- diskpart Display Properties- control desktop Display Properties- desk.cpl Display Properties (w/Appearance Tab Preselected)- control color Dr. Watson System Troubleshooting Utility- drwtsn32 Driver Verifier Utility- verifier Event Viewer- eventvwr.msc Files and Settings Transfer Tool- migwiz File Signature Verification Tool- sigverif Findfast- findfast.cpl Firefox (if installed)- firefox Folders Properties- control folders Fonts- control fonts Fonts Folder- fonts Free Cell Card Game- freecell Game Controllers- joy.cpl Group Policy Editor (XP Prof)- gpedit.msc Hearts Card Game- mshearts Help and Support- helpctr HyperTerminal- hypertrm Iexpress Wizard- iexpress Indexing Service- ciadv.msc Internet Connection Wizard- icwconn1 Internet Explorer- iexplore Internet Setup Wizard- inetwiz Internet Properties- inetcpl.cpl

কমিয়ে ফেলুন উইন্ডোজ সেভেন shut down হওয়ার সময়

 কমিয়ে ফেলুন উইন্ডোজ সেভেন shut down হওয়ার সময়

বেশি ভূমিকা না দিয়ে চলুন আসল কাজ শুরু করা যাক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি registry tweak এর মাধ্যমে কিভাবে উইন্ডোজ সেভেন faster shut down করা যায় –
1. Start এ ক্লিক করুন এবং search box এ regedit টাইপ করুন এবং regedit এ click করুন ।
pic1 কমিয়ে ফেলুন উইন্ডোজ সেভেন shut down হওয়ার সময়
2. regedit এ browse করে নীচের Location এ যান,
HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control
3. এখন ডান দিকের বক্সে WaitToKillServiceTimeout এ right click করে Modify তে ক্লিক করুন।
pic2 কমিয়ে ফেলুন উইন্ডোজ সেভেন shut down হওয়ার সময়
4. এখানে default value হিসেবে 12000 অথবা 20000  দেয়া আছে। ২০০০ – ২০০০০ এর মধ্যে পছন্দ অনুযায়ী number টাইপ করুন। OK করুন।
টাইপ করুন ২০০০ দুই সেকেন্ডের জন্য ১৫০০০ পনের সেকেন্ডের জন্য ২০০০০ বিশ সেকেন্ডের জন্য।
pic3 কমিয়ে ফেলুন উইন্ডোজ সেভেন shut down হওয়ার সময়
5. regedit ক্লোজ করুন এবং পিসি রিস্টার্ট করুন.

যেনে রাখুন Yahoo , Facebook সহ কিছু যোগাযোগের সাইট এর ইমটিকোন

আমারা অনেকেই Facebook এবং Yahoo তে Chat করি। Chat করতে করতে অনেক সময় আমরা বিভিন্ন ভাব প্রকাশ করে থাকি।আবার হয়ত অনেকে জানে না যে কিভাবে এই ভাব প্রকাশ করতে হয়।তাই আমার কাছে কিছু ইমোটিকোন ছিল। যা অনেকের সুবির্ধাতে আমি প্রকাশ করলাম।আপনাদের ভালো লাগলে অবশ্যই নিয়ে নিবেন।
asfdasdasd যেনে রাখুন Yahoo , Facebook সহ কিছু যোগাযোগের সাইট এর ইমটিকোন…
sdfsdfasdfasdf যেনে রাখুন Yahoo , Facebook সহ কিছু যোগাযোগের সাইট এর ইমটিকোন…