বেশি ভূমিকা না দিয়ে চলুন আসল কাজ শুরু করা যাক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি registry tweak এর মাধ্যমে কিভাবে উইন্ডোজ সেভেন faster shut down করা যায় –
1. Start এ ক্লিক করুন এবং search box এ regedit টাইপ করুন এবং regedit এ click করুন ।

HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control
3. এখন ডান দিকের বক্সে WaitToKillServiceTimeout এ right click করে Modify তে ক্লিক করুন।
4. এখানে default value হিসেবে 12000 অথবা 20000 দেয়া আছে। ২০০০ – ২০০০০ এর মধ্যে পছন্দ অনুযায়ী number টাইপ করুন। OK করুন।
টাইপ করুন ২০০০ দুই সেকেন্ডের জন্য ১৫০০০ পনের সেকেন্ডের জন্য ২০০০০ বিশ সেকেন্ডের জন্য।

0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন