মঙ্গলবার, ৭ জুন, ২০১১

আপনার USB Port-কে কিভাবে Disable করবেন?

প্রথমে কিছু সূচনাঃ কেন আমরা USB port Off/Disable করতে চাই?
কারণ বিভিন্ন হতে পারে, তবে উল্লেখযোগ্য কারণগুলোর মধ্যেঃ
১. Malware Infection (যা কিনা মুলত Autorun Enabled হবার কারণে হয়)।
২. আপনার কম্পিউটারকে Private রাখতে।
৩. ভাইরাসের হাত থেকে কম্পিউটারকে রক্ষা করতে।
এখন উপরের ৩-টি কিভাবে কাজে লাগাবেন।
১. Malware Infection (যা কিনা মুলত Autorun Enabled হবার কারণে হয়):
বেশির ভাগ Malware Infection-এর মূল কারণ autorun.inf যা কিনা আপনার USB ডিভাইস থেকে Malware ফাইলগুলোকে Run করতে সাহায্য করে। এই সমস্যা থেকে রক্ষা পেতে হলে আপনাকে শুধু Autorun Option-টি Disable করলেই হবে।
কিভাবে করবেনঃ
- Win+R চাপুন
- gpedit.msc টাইপ করুন
- এখন Computer Configuration > Administrative Templates > Windows Components, এইখান থেকে Autoplay Policies ক্লিক করুন। (XP User-রা Computer Configuration > Administrative Templates > System)
- Details প্যান থেকে “Turn off Autoplay” অপশনটি double-click করুন।
- Enabled করুন। তারপর Turn off Autoplay box থেকে All drives সিলেক্ট করুন।
ছবিঃ

groupedit 300x205 আপনার USB Port কে কিভাবে Disable করবেন?






২. আপনার কম্পিউটারকে Private রাখতেঃ (ধরুন আপনি আপনার কম্পিউটারের ইউএসবি পোর্ট শেয়ার করতে চাচ্ছেননা)
- Registry Editor Open করুন (Win+R, তারপর, regedit.exe টাইপ করুন।)
- এখন এইখানেঃ HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\UsbStor যান, তারপর Start-এর value পাল্টিয়ে 4 করুন। আর enable করার জন্য 3 টাইপ করুন।
ছবিঃ
registryedit1 আপনার USB Port কে কিভাবে Disable করবেন?









উপরের উপায়টি আপনি এইভাবেও করতে পারবেনঃ
ছবিঃ
regentry আপনার USB Port কে কিভাবে Disable করবেন?





যেখানে dword:00000003 = Enable; dword:00000004=disable.
৩. ভাইরাসেরর হাত থেকে কম্পিউটারকে রক্ষা করতে:
এইখত্রে আপনি আপনার USB Device disable করলেই হবে অথবা, ভালো কোন এন্টি-ভাইরাস সফটওয়্যার ইন্সটল থাকলেই হবে।
কিভবে USB Device disable ক্রবেনঃ Device Manager -> তারপর নিচের ছবি অনুকরণ করুনঃ
ছবিঃ
devicemangerdisable আপনার USB Port কে কিভাবে Disable করবেন?




তথ্যসূত্রঃ লিংক





0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন