আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তাদের অনেকেরই হয়ত নতুন করে পার্টিশান করার দরকার হয়না। কেননা একটা পিসি কিনলে দোকান থেকেই সাধারণত এই পার্টিশানের কাজটুকু করে দেওয়া হয়। কিন্তু কোন কারনে যদি আপনার পিসির পার্টিশান নতুন করে করতে হয় বা একটি বা দুটি পার্টিশান বাড়াতে হয় তখন অনেকেই হয়ত একটু বিড়ম্বনায় পড়েন। আবার যাদের ল্যাপটপ আছে তাদের হয়তবা মাত্র দুটি পার্টিশান আছে তারা চাচ্ছেন যদি দুই একটা পার্টিশান বাড়ানো যেত তাহলে ভাল হতো।
আবার অনেকের হয়ত অনেকগুলো পার্টিশান আছে তারা চাচ্ছে দুই একটা পার্টিশান বাদ দিবে। সাধারণত কোন পার্টিশান ব্রেক করলে এর ডাটাগুলো সব মুছে যায়। আজ আমি আপনাদের সাথে এমন একটা সফটওয়্যারের পরিচয় করে দিব যার সাহায্যে অতি সহজেই আপনি এই কাজগুলো করতে পারবেন। কিন্তু আপনার কোন ড্রাইভের কোন ডাটা মুছে যাবে না বা নষ্ট হবেনা। মাত্র ৮.৪ মে.বা এই সফটওয়্যার
http://www.partition-tool.com/download.htm
এখান থেকে ফ্রি টা ডাউনলোড করুন। এই সবগুলো সুবিধা আপনাকে দিবে। সফটওয়্যারটির নাম
। এবার আসি এটা কিভাবে ব্যবহার করবেন।
EASEUS Partition Master 8.0.1 Home Edition
এখান থেকে ড্রাইভের একটি নাম এবং কতটুকু জায়গা নিয়ে পার্টিশান হবে তা উল্লেখ করে ok করুন। আবার Apply বাটনে ক্লিক করে ok করে রিস্টার্ট করুন। কাজ সম্পূর্ণ শেষ হওয়ার পর দেখবেন আপনার কম্পিউটারে নতুন একটি পার্টিশান বা ড্রাইভ যুক্ত হয়েছে।
যদি কোন কারণে দুই জায়গায় ফ্রি স্পেস বা একাধিক আনএ্যালোকেটেড স্পেসের মাঝে একটি ড্রাইভ থাকে তাহলে আপনি সেই ড্রাইভ সিলেক্ট করে Resize/Move Partition সিলেক্ট করে সহজেই ড্রাগ করে একপাশে সরিয়ে নিয়ে এসে আনএ্যালোকেটেড স্পেস দুটিকে একত্র করতে পারেন।
আবার অনেকের হয়ত অনেকগুলো পার্টিশান আছে তারা চাচ্ছে দুই একটা পার্টিশান বাদ দিবে। সাধারণত কোন পার্টিশান ব্রেক করলে এর ডাটাগুলো সব মুছে যায়। আজ আমি আপনাদের সাথে এমন একটা সফটওয়্যারের পরিচয় করে দিব যার সাহায্যে অতি সহজেই আপনি এই কাজগুলো করতে পারবেন। কিন্তু আপনার কোন ড্রাইভের কোন ডাটা মুছে যাবে না বা নষ্ট হবেনা। মাত্র ৮.৪ মে.বা এই সফটওয়্যার
http://www.partition-tool.com/download.htm
এখান থেকে ফ্রি টা ডাউনলোড করুন। এই সবগুলো সুবিধা আপনাকে দিবে। সফটওয়্যারটির নাম
। এবার আসি এটা কিভাবে ব্যবহার করবেন।
- প্রথমে এটি ডাউনলোড করে ইন্সটল করুন। ফ্রি সফটওয়্যার কোন সিরিয়ালের দরকার নাই। তাই এটা বিস্তারিত বললাম না। আশা করি পারবেন।
- এবার স্টার্ট মেনু বা ডেস্কটপ থেকে সফটওয়্যারটি চালু করুন।
EASEUS Partition Master 8.0.1 Home Edition
- উপরের ছবির মত দেখতে পাবেন। এই সফটওয়্যারের বাম পাশে দেখেন অনেক অপশন আছে। এখন আপনি ঠিক করুন আপনি কি করবেন।
- আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডাটা না হারিয়ে হার্ডডিস্কের একটি পার্টিশান বাড়ানো যাবে। প্রথমে আমাদের ঠিক করতে হবে আমরা কোন কোন ড্রাইভ থেকে জায়গা নিয়ে নতুন পার্টিশান করতে চাই। এর জন্য যে পার্টিশান থেকে জায়গা নেব (অবশ্যই ঐ ড্রাইভে অতটুকু পরিমান ফ্রি স্পেস থাকতে হবে) সেই পার্টিশান সিলেক্ট করে বাম পাশ থেকে Resize/Move Pertition এ ক্লিক করুন। এইরকম উইন্ডো আসবে।
- এখান থেকে আপনি ঠিক করে দিন আপনার নতুন পার্টিশান কত মেগাবাইট নিয়ে তৈরী হবে(উল্লেখ্য ১০২৪ মে.বা.=১ গি.বা.)। হয়ত আমাদের ড্রাইভটি পূর্বে ছিল ১০০ গিগাবাইট এর ফ্রি স্পেস ছিল ৪০ গিগাবাইট আর আমরা চাচ্ছি এই ড্রাইভটাই আমাদের হবে ৭০ গিগাবাইট। তাহলে ৭০X১০২৪ দিয়ে যত হয় মানে ৭১৬৮০ মে.বা. পার্টিশান সাইজের ঘরে লিখে দিয়ে ok বাটনে ক্লিক করুন।
- নিচের ছবির মত আসবে। এখানে আপনার আগের ড্রাইভের বর্তমান অবস্থা এবং আনএ্যালোকেটেড স্পেস দেখাবে। আপনার যদি কোন ভুল হয়ে থাকে এখান থেকে আপনি আনডু করার সুযোগ পাবেন।
- অন্য ড্রাইভ থেকে যদি জায়গা নিতে চান তাহলে একই পদ্ধতিতে সেই ড্রাইভ সিলেক্ট করে একই কাজ করতে হবে।
- এবার Apply বাটনে ক্লিক করুন। একটা মেসেজ আসবে আবার ok করুন। পিসি রিস্টার্ট হবে। অপেক্ষা করুন, পিসি বুট হওয়ার কিছুক্ষন পর কম্পিউটার স্বাভাবিক নিয়মে চালু হওয়ার বদলে নতুন একটি উইন্ডো আসবে এবং আপনি যে পরিবর্তন গুলো করেছিলেন সেগুলো এখন সংঘঠিত হবে। কাজ শেষ হওয়ার পর আবার পিসি রিস্টার্ট হবে। এবার একটি সাকসেসফুল মেসেজ দেখিয়ে পিসি রিস্টার্ট হয়ে চালু হবে। এবার আপনি লক্ষ করে দেখুন যে সকল পার্টিশান থেকে আপনি জায়গা নিয়েছেন সেগুলোর সাইজ কম দেখাচ্ছে। আমাদের এবার নতুন পার্টিশান তৈরী করতে হবে। এর জন্য সফটওয়্যারটি আবার চালু করুন এবং আনএ্যালোকেটেড অংশ সিলেক্ট করে বামপাশ থেকে Create Partition এ ক্লিক করুন।
- এই রকম আসবে।
এখান থেকে ড্রাইভের একটি নাম এবং কতটুকু জায়গা নিয়ে পার্টিশান হবে তা উল্লেখ করে ok করুন। আবার Apply বাটনে ক্লিক করে ok করে রিস্টার্ট করুন। কাজ সম্পূর্ণ শেষ হওয়ার পর দেখবেন আপনার কম্পিউটারে নতুন একটি পার্টিশান বা ড্রাইভ যুক্ত হয়েছে।
যদি কোন কারণে দুই জায়গায় ফ্রি স্পেস বা একাধিক আনএ্যালোকেটেড স্পেসের মাঝে একটি ড্রাইভ থাকে তাহলে আপনি সেই ড্রাইভ সিলেক্ট করে Resize/Move Partition সিলেক্ট করে সহজেই ড্রাগ করে একপাশে সরিয়ে নিয়ে এসে আনএ্যালোকেটেড স্পেস দুটিকে একত্র করতে পারেন।
আরো সুবিধাঃ
- সফটওয়্যারটি উইন্ডোজ এক্সপি/ভিসতা/সেভেনের ৩২ বিট বা ৬৪ বিট সমর্থন করে।
- ড্রাইভ লেটার পরিবর্তন করতে দেয়।
- সহজে ডিস্ক ডিগফ্রাগমেন্ট করা যায়।
- প্রাইমারি পার্টিশানকে লজিক্যাল পার্টিশানে কনভার্ট করতে পারে। বা লজিক্যালকে প্রাইমারি করতে পারে।
- পুরো একটি পার্টিশানকে কপি করতে পারে। এছাড়া একটি ড্রাইভকে হাইড করতে পারে।
- পার্টিশানকে ডিলিট বা ফরম্যাট তো অবশ্যই করতে পারে।
অসুবিধাঃ
- একটি পার্টিশানকে দুই ভাগে ভাগ করতে পারেনা।
- দুইটি পার্টিশানকে একত্র করতে পারেনা।
ভাল লাগলে মন্তব্য করবেন আশা করি। ধন্যবাদ।
তথ্যসূত্রঃ লিংক
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন