শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০১১

ওয়েবসাইটের স্লাইড শো

একটি ওয়েবসাইটের লিংক থেকে একাধিক ওয়েবসাইট দেখার সুযোগ পাওয়া যাবে স্লাইড শোর মাধ্যমে। ওয়েবসাইট স্লাইড শোর মতো দেখার নতুন এমনই এই সেবা দিচ্ছে www.bridgeurl.com। সাইটটিতে গিয়ে Give a Title-এ শিরোনাম দিন। আপনি যদি শিরোনাম হিসেবে ur name দেন, তাহলে আপনার লিংক হবে www.bridgeurl.com/ur name; যদি লিংকটি খালি থাকে। আর খালি না থাকলে সংখ্যা যুক্ত হবে। যেমন, www.bridgeurl.com/ur name-1।
এবার List URLs (One per line) এই ওয়েবসাইটের পূর্ণ ঠিকানা (http://সহ) লিখুন। একটি ঠিকানা লেখার পর এন্টার দিয়ে আরেকটি ঠিকানা লিখতে হবে। এভাবে যত ইচ্ছা ওয়েবসাইট লেখা যাবে।
সবশেষে Create Link বাটনে ক্লিক করলে লিংক তৈরি হয়ে যাবে। এখন ওই তৈরি করা ওয়েব লিংকে প্রবেশ করলে যুক্ত করা ওয়েবসাইটগুলোর স্লাইড দেখা যাবে এবং বাঁ Previous ও ডানে Next বাটন থাকবে এবং মোট লিংকের (ওয়েবপেজের) সংখ্যা উল্লেখ থাকবে।
রেজিস্ট্রেশনের সুবিধা বা ঝামেলা না থাকায় পরবর্তী সময়ে তৈরি করা স্লাইড লিংকে কোনো সাইট যোগ বা বাদ দেওয়া যাবে না।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন