বুটাবল সিডি বা অপারেটিং সিস্টেমের সিডিগুলো সাধারণত সিডি থেকে সিডি রাইট করার প্রয়োজন হয়। কিন্তু আপনার ড্রাইভ যদি থাকে একটি অর্থাৎ শুধু সিডি রাইটার তাহলেও সিডি থেকে সিডি রাইট করতে পারবেন। এর জন্য প্রথমে মূল/উৎস সিডিটা সিডি/ডিভিডি রাইটারে প্রবেশ করুন। তারপর Nero সফটওয়্যারটি রান করে Copy CD-তে ক্লিক করলে দেখবেন একটি উইন্ডো এসেছে সেটি থেকে Copy-তে ক্লিক করুন।
সিডি/ডিভিডিটা নিজে নিজেই হার্ডডিস্কের সি ড্রাইভে কপি হবে। কপি হওয়ার পর সিডিটা নিজে নিজেই বেরিয়ে আসবে। তারপর ফাঁকা সিডি/ডিভিডিটা প্রবেশ করালে সেটিতে ডাটাগুলো নিজে নিজেই রাইট হবে।
সিডি/ডিভিডিটা নিজে নিজেই হার্ডডিস্কের সি ড্রাইভে কপি হবে। কপি হওয়ার পর সিডিটা নিজে নিজেই বেরিয়ে আসবে। তারপর ফাঁকা সিডি/ডিভিডিটা প্রবেশ করালে সেটিতে ডাটাগুলো নিজে নিজেই রাইট হবে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন