বুধবার, ৮ জুন, ২০১১

সক্রিয় করুন উইন্ডোজের নিষ্ক্রিয় প্রোগ্রাম

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে অনেক সময় ভাইরাসের কারণে ফোল্ডার অপশন, টাস্ক ম্যানেজার, কন্ট্রোল প্যানেল, সিস্টেম রিস্টোর, রান মেনু, কনটেক্সট মেনু, মাই কম্পিউটার, সার্চ অপশন, কমান্ড কনসোল, রেজিস্ট্রি এডিটর, এমএস কনফিগার ইত্যাদি ইউটিলিটি প্রোগ্রাম নিষ্ক্রিয় হয়ে থাকে।‘রি-এনাবল’ নামের একটি সফটওয়্যার দিয়ে আপনি সহজেই এসব ইউটিলিটি সক্রিয় করতে পারবেন। মাত্র ৭৭৩ কিলোবাইটের ছোট্ট এই সফটওয়্যারটিhttp://mediafire.com/?sl7aoa2ed9zl7zh ঠিকানার ওয়েবসাইট থেকে নামিয়ে নিন। এরপর জিপ ফাইলটি খুলুন।সফটওয়্যারটি বহনযোগ্য (পোর্টেবল) বলে ইনস্টলের ঝামেলা নেই। সফটওয়্যারটি খুলে যে ইউটিলিটি নিষ্ক্রিয় রয়েছে, সেটির নাম নির্বাচন করে Re-enable বাটনে ক্লিক করলেই ওই ইউটিলিটি সক্রিয় হয়ে যাবে। এ ছাড়া এই সফটওয়্যারটি দিয়ে আপনি আরও অনেক কাজ করতে পারবেন। যেমন: autorun.inf ভাইরাস শনাক্ত করা, ডেস্কটপ রিপেয়ার করা, ফোল্ডারের এট্রিবিউট পরিবর্তন করা ইত্যাদি।


তথ্যসূত্রঃ প্রথম আলো

কিছু রান কমেন্ট

All Run Commands in Windows XP SQL Client Configuration – cliconfg System Configuration Editor – sysedit System Configuration Utility – msconfig System File Checker Utility (Scan Immediately)- sfc /scannow System File Checker Utility (Scan Once At Next Boot)- sfc /scanonce System File Checker Utility (Scan On Every Boot) – sfc /scanboot System File Checker Utility (Return to Default Setting)- sfc /revert System File Checker Utility (Purge File Cache)- sfc /purgecache System File Checker Utility (Set Cache Size to size x)-sfc/cachesize=x System Information – msinfo32. Task Manager – taskmgr System Properties – sysdm.cpl Task Manager – taskmgr TCP Tester – tcptest Telnet Client – telnet Tweak UI (if installed) – tweakui User Account Management- nusrmgr.cpl Utility Manager – utilman Windows Address Book – wab Windows Address Book Import Utility – wabmig Windows Backup Utility (if installed)- ntbackup Windows Explorer – explorer Windows Firewall- firewall.cpl Windows Magnifier- magnify Windows Management Infrastructure – wmimgmt.msc Windows Media Player – wmplayer Windows Messenger – msmsgs Windows Picture Import Wizard (need camera connected)- wiaacmgr Windows System Security Tool – syskey Windows Update Launches – wupdmgr Windows Version (to show which version of windows)- winver Windows XP Tour Wizard – tourstart Wordpad – write Password Properties – password.cpl Performance Monitor – perfmon.msc Phone and Modem Options – telephon.cpl Phone Dialer – dialer Pinball Game – pinball Power Configuration – powercfg.cpl Printers and Faxes – control printers Printers Folder – printers Private Character Editor – eudcedit Quicktime (If Installed)- QuickTime.cpl Real Player (if installed)- realplay Regional Settings – intl.cpl Registry Editor – regedit Registry Editor – regedit32 Remote Access Phonebook – rasphone Remote Desktop – mstsc Removable Storage – ntmsmgr.msc Removable Storage Operator Requests – ntmsoprq.msc Resultant Set of Policy (XP Prof) – rsop.msc Scanners and Cameras – sticpl.cpl Scheduled Tasks – control schedtasks Security Center – wscui.cpl Services – services.msc Shared Folders – fsmgmt.msc Shuts Down Windows – shutdown Sounds and Audio – mmsys.cpl Spider Solitare Card Game – spider Malicious Software Removal Tool – mrt Microsoft Access (if installed) – access.cpl Microsoft Chat – winchat Microsoft Excel (if installed) – excel Microsoft Frontpage (if installed)- frontpg Microsoft Movie Maker – moviemk Microsoft Paint – mspaint Microsoft Powerpoint (if installed)- powerpnt Microsoft Word (if installed)- winword Microsoft Syncronization Tool – mobsync Minesweeper Game – winmine Mouse Properties – control mouse Mouse Properties – main.cpl Nero (if installed)- nero Netmeeting – conf Network Connections – control netconnections Network Connections – ncpa.cpl Network Setup Wizard – netsetup.cpl Notepad – notepad Nview Desktop Manager (If Installed)- nvtuicpl.cpl Object Packager – packager ODBC Data Source Administrator- odbccp32.cpl On Screen Keyboard – osk Opens AC3 Filter (If Installed) – ac3filter.cpl Outlook Express – msimn Paint – pbrush Keyboard Properties – control keyboard IP Configuration (Display Connection Configuration) – ipconfi/all IP Configuration (Display DNS Cache Contents)- ipconfig /displaydns IP Configuration (Delete DNS Cache Contents)- ipconfig /flushdns IP Configuration (Release All Connections)- ipconfig /release IP Configuration (Renew All Connections)- ipconfig /renew IP Configuration(RefreshesDHCP&Re-RegistersDNS)-ipconfig/registerdns IP Configuration (Display DHCP Class ID)- ipconfig/showclassid IP Configuration (Modifies DHCP Class ID)- ipconfig /setclassid Java Control Panel (If Installed)- jpicpl32.cpl Java Control Panel (If Installed)- javaws Local Security Settings – secpol.msc Local Users and Groups – lusrmgr.msc Logs You Out Of Windows – logoff….. Accessibility Controls – access.cpl Accessibility Wizard – accwiz Add Hardware – Wizardhdwwiz.cpl Add/Remove Programs – appwiz.cpl Administrative Tools control – admintools Adobe Acrobat (if installed) – acrobat Adobe Designer (if installed)- acrodist Adobe Distiller (if installed)- acrodist Adobe ImageReady (if installed)- imageready Adobe Photoshop (if installed)- photoshop Automatic Updates – wuaucpl.cpl Bluetooth Transfer Wizard – fsquirt Calculator – calc Certificate Manager – certmgr.msc Character Map – charmap Check Disk Utility – chkdsk Clipboard Viewer – clipbrd Command Prompt – cmd Component Services – dcomcnfg Computer Management – compmgmt.msc Control Panel – control Date and Time Properties – timedate.cpl DDE Shares – ddeshare Device Manager – devmgmt.msc Direct X Control Panel (If Installed)- directx.cpl Direct X Troubleshooter- dxdiag Disk Cleanup Utility- cleanmgr Disk Defragment- dfrg.msc Disk Management- diskmgmt.msc Disk Partition Manager- diskpart Display Properties- control desktop Display Properties- desk.cpl Display Properties (w/Appearance Tab Preselected)- control color Dr. Watson System Troubleshooting Utility- drwtsn32 Driver Verifier Utility- verifier Event Viewer- eventvwr.msc Files and Settings Transfer Tool- migwiz File Signature Verification Tool- sigverif Findfast- findfast.cpl Firefox (if installed)- firefox Folders Properties- control folders Fonts- control fonts Fonts Folder- fonts Free Cell Card Game- freecell Game Controllers- joy.cpl Group Policy Editor (XP Prof)- gpedit.msc Hearts Card Game- mshearts Help and Support- helpctr HyperTerminal- hypertrm Iexpress Wizard- iexpress Indexing Service- ciadv.msc Internet Connection Wizard- icwconn1 Internet Explorer- iexplore Internet Setup Wizard- inetwiz Internet Properties- inetcpl.cpl

কমিয়ে ফেলুন উইন্ডোজ সেভেন shut down হওয়ার সময়

 কমিয়ে ফেলুন উইন্ডোজ সেভেন shut down হওয়ার সময়

বেশি ভূমিকা না দিয়ে চলুন আসল কাজ শুরু করা যাক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি registry tweak এর মাধ্যমে কিভাবে উইন্ডোজ সেভেন faster shut down করা যায় –
1. Start এ ক্লিক করুন এবং search box এ regedit টাইপ করুন এবং regedit এ click করুন ।
pic1 কমিয়ে ফেলুন উইন্ডোজ সেভেন shut down হওয়ার সময়
2. regedit এ browse করে নীচের Location এ যান,
HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control
3. এখন ডান দিকের বক্সে WaitToKillServiceTimeout এ right click করে Modify তে ক্লিক করুন।
pic2 কমিয়ে ফেলুন উইন্ডোজ সেভেন shut down হওয়ার সময়
4. এখানে default value হিসেবে 12000 অথবা 20000  দেয়া আছে। ২০০০ – ২০০০০ এর মধ্যে পছন্দ অনুযায়ী number টাইপ করুন। OK করুন।
টাইপ করুন ২০০০ দুই সেকেন্ডের জন্য ১৫০০০ পনের সেকেন্ডের জন্য ২০০০০ বিশ সেকেন্ডের জন্য।
pic3 কমিয়ে ফেলুন উইন্ডোজ সেভেন shut down হওয়ার সময়
5. regedit ক্লোজ করুন এবং পিসি রিস্টার্ট করুন.

যেনে রাখুন Yahoo , Facebook সহ কিছু যোগাযোগের সাইট এর ইমটিকোন

আমারা অনেকেই Facebook এবং Yahoo তে Chat করি। Chat করতে করতে অনেক সময় আমরা বিভিন্ন ভাব প্রকাশ করে থাকি।আবার হয়ত অনেকে জানে না যে কিভাবে এই ভাব প্রকাশ করতে হয়।তাই আমার কাছে কিছু ইমোটিকোন ছিল। যা অনেকের সুবির্ধাতে আমি প্রকাশ করলাম।আপনাদের ভালো লাগলে অবশ্যই নিয়ে নিবেন।
asfdasdasd যেনে রাখুন Yahoo , Facebook সহ কিছু যোগাযোগের সাইট এর ইমটিকোন…
sdfsdfasdfasdf যেনে রাখুন Yahoo , Facebook সহ কিছু যোগাযোগের সাইট এর ইমটিকোন…

মঙ্গলবার, ৭ জুন, ২০১১

ছোট একটি ফ্রী সফটওয়্যার দিয়ে কম্পিউটারের র‍্যাম কে পরিস্কার করুন

ram ছোট একটি ফ্রী সফটওয়্যার দিয়ে কম্পিউটারের র‍্যাম কে পরিস্কার করুন


আপনার কম্পিউটারের র‍্যাম কে পরিস্কার করুন ছোট একটি ফ্রী সফটওয়্যার (র‍্যাম রাশ) দিয়ে। ডাউনলোড করার জন্য এখানে যান এবং ডাউনলোড করে ইন্সটল দিয়ে মাঝে মাঝে ব্যবহার করে র‍্যাম কে রাখুন পরিস্কার ও কম্পিউটারের গতিকে ঠিক রাখুন।

তথ্যসূত্রঃ লিংক

আপনার USB Port-কে কিভাবে Disable করবেন?

প্রথমে কিছু সূচনাঃ কেন আমরা USB port Off/Disable করতে চাই?
কারণ বিভিন্ন হতে পারে, তবে উল্লেখযোগ্য কারণগুলোর মধ্যেঃ
১. Malware Infection (যা কিনা মুলত Autorun Enabled হবার কারণে হয়)।
২. আপনার কম্পিউটারকে Private রাখতে।
৩. ভাইরাসের হাত থেকে কম্পিউটারকে রক্ষা করতে।
এখন উপরের ৩-টি কিভাবে কাজে লাগাবেন।
১. Malware Infection (যা কিনা মুলত Autorun Enabled হবার কারণে হয়):
বেশির ভাগ Malware Infection-এর মূল কারণ autorun.inf যা কিনা আপনার USB ডিভাইস থেকে Malware ফাইলগুলোকে Run করতে সাহায্য করে। এই সমস্যা থেকে রক্ষা পেতে হলে আপনাকে শুধু Autorun Option-টি Disable করলেই হবে।
কিভাবে করবেনঃ
- Win+R চাপুন
- gpedit.msc টাইপ করুন
- এখন Computer Configuration > Administrative Templates > Windows Components, এইখান থেকে Autoplay Policies ক্লিক করুন। (XP User-রা Computer Configuration > Administrative Templates > System)
- Details প্যান থেকে “Turn off Autoplay” অপশনটি double-click করুন।
- Enabled করুন। তারপর Turn off Autoplay box থেকে All drives সিলেক্ট করুন।
ছবিঃ

groupedit 300x205 আপনার USB Port কে কিভাবে Disable করবেন?






২. আপনার কম্পিউটারকে Private রাখতেঃ (ধরুন আপনি আপনার কম্পিউটারের ইউএসবি পোর্ট শেয়ার করতে চাচ্ছেননা)
- Registry Editor Open করুন (Win+R, তারপর, regedit.exe টাইপ করুন।)
- এখন এইখানেঃ HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\UsbStor যান, তারপর Start-এর value পাল্টিয়ে 4 করুন। আর enable করার জন্য 3 টাইপ করুন।
ছবিঃ
registryedit1 আপনার USB Port কে কিভাবে Disable করবেন?









উপরের উপায়টি আপনি এইভাবেও করতে পারবেনঃ
ছবিঃ
regentry আপনার USB Port কে কিভাবে Disable করবেন?





যেখানে dword:00000003 = Enable; dword:00000004=disable.
৩. ভাইরাসেরর হাত থেকে কম্পিউটারকে রক্ষা করতে:
এইখত্রে আপনি আপনার USB Device disable করলেই হবে অথবা, ভালো কোন এন্টি-ভাইরাস সফটওয়্যার ইন্সটল থাকলেই হবে।
কিভবে USB Device disable ক্রবেনঃ Device Manager -> তারপর নিচের ছবি অনুকরণ করুনঃ
ছবিঃ
devicemangerdisable আপনার USB Port কে কিভাবে Disable করবেন?




তথ্যসূত্রঃ লিংক





ওয়েবসাইট কপি করতে দিচ্ছে না ?

অনেক সময় ইন্টারনেট এ ঘুরতে ঘুরতে দেখা যায় অনেক সাইট থেকে কিছুই কপি করা যাচ্ছে না। না কোনো লেখা না কোনো ছবি। এরকম সময় মেজাজটাই খারাপ হয়ে যায়। তবে আপনি ইচ্ছা করলেই কপি করতে পারবেন। এজন্য ফায়ারফক্স ওপেন করে Tools > Options > Content এ Enable JavaScript এর মার্ক তুলে দিন ও OK করুন।

Desktop Icon সাজানোর সুন্দর একটি সফটওয়্যার

হেডিং দেখেই বুঝতে পারছেন আজকে কি শেয়ার করব। হ্যা আর তা হল Desktop Icon Toy নামক একটি ছোট কিন্তু অনেক সুন্দর কাজের একটি সফট।
প্রথমে ডাউনলোড করতে ক্লিক করুন  http://www.mediafire.com/?1bbwjxufvyscood । সাইজ  ৬৩৭ কিলোবাইট। আমার এই ফাইলটিতে আপনি দুটি ফাইল পাবেন। একটি হল Desktop Icon Toy সফট। অন্যটি হলো সিরিয়াল কি। তো আর দেরী কেন ডাউনলোড করুন।
সফটওয়্যারটি ইনস্টল করার পর দেখবেন নিচের নটিফিকেশন বারে একটি ত্রিভুজ আকৃতির আইকন চলে এসেছে। সেখানে মাউস রাইট ক্লিক করুন। layout option থেকে একটা একটা সিলেক্ট করে দেখুন তো কি হয়। আর কিছু বলবো না। বাকিটা আপনেই দেখুন। ও হ্যা option এ ক্লিক করে আমার দেখানো সিরিয়ালটি বসিয়ে ফুল ভার্সন করে নিয়ে নিশ্চিন্তে ব্যবহার করুন।


তথ্যসূত্রঃ লিংক

ফাস্ট কপি করার সফটওয়্যার Super copier

নেন আর একটি সফটওয়্যার ‍Super Copier.
এর মাধ্যমে আপনি যে কোন করাপ্টেড ফাইল হার্ড ডিস্ক বা সিডি বা ডিভিডি থেকে কপি করতে পারবেন। কপি করতে পারবেন কপিরাইট প্রটেকটেড সিডি বা ডিভিডি থেকেও। কপি করার সময় আপনি যেকোন সময় pause করে তা পরে আবার resume বা skip করতে পারবেন। এর কনফিগারেশন অপশন থেকে speed limit change করতে পারবেন। when there is a copy error, always skip select ‍করুন। Time  to wait between two retries 0 milliseconds select করুন।
ডাউনলোড http://www.mediafire.com/?942ub2lc16ey19y  । সাইজ মাত্র ৪৫৩ কিলোবাইট।


তথ্যসূত্রঃ লিংক

সোমবার, ৬ জুন, ২০১১

মাত্র ১ সেকেন্ডে ওপেন করুন যেকোন সাইজের PDF ফাইল।

222222222 মাত্র ১ সেকেন্ডে ওপেন করুন যেকোন সাইজের PDF ফাইল।

অনেক pdf reader আছে যেগুলো দিয়ে pdf ফাইল ওপেন করতে গেলে ফাইল ওপেন হতে অনেক দেরি হয়,যেমন adobe acrobat reader।তাই এবার আপনাদের জন্য নিয়ে আসলাম Foxit Reader।দ্রুত pdf ফাইল ওপেন করতে foxit reader এর তুলনা হয় না।যাদের ১১.৯৮ মেগাবাইটের সফটওয়্যার টি সংগ্রহে নাই তারা মিস করবেন না,এর আরও অনেক গুন আছে যা ব্যাবহার করলে টের পাবেন।ডাউনলোড করতে আগ্রহীরা এখানে ক্লিক করুন।

তথ্যসূত্রঃ লিংক

আমরা সফটওয়্যার হিসাবে অনেক ছোট হতে পারি , তবে একটি পিসিতে অনেক গুরত্বপূর্ণ ভূমিকা পালন করি !!! সবাই আমাদের ভালোবাসে !!

আমার এই পোস্ট শিরোনামহীন তাই এই ভাবে বলতে হল ” আমরা সফটওয়্যার হিসাবে অনেক ছোট হতে পারি , তবে পিসি তে অনেক বড় ভূমিকা পালন করি ” !!!
Hide your IP আমাকে কি চিনেন ??
box150g আমরা সফটওয়্যার হিসাবে অনেক ছোট হতে পারি , তবে একটি পিসিতে অনেক গুরত্বপূর্ণ ভূমিকা পালন করি !!! সবাই আমাদের ভালোবাসে !!

আইপি এড্রেস (IP Address) এর সম্পূর্ন ইংরেজী রূপ Internet Protocol Address । আইপি  ইন্টারনেট  এ  আপনার কম্পিউটারের পরিচয় বহন করে  । আপনি সে ওয়েবসাইট ভিজিট করেন না কেন সে ওয়েবসাইট আপনার ip আপনার কোথায় আছেন তা বুজতে সক্ষম !!! তাই আপনি আইপি HIDE করলে কেউ বুজতে পারবে না icon smile আমরা সফটওয়্যার হিসাবে অনেক ছোট হতে পারি , তবে একটি পিসিতে অনেক গুরত্বপূর্ণ ভূমিকা পালন করি !!! সবাই আমাদের ভালোবাসে !! আপনি কোথায় আছেন !!!
RealHideIP v4.0.7.6 Portable.exe – 8.4 MB

180467 1420007479116 1800564221 781593 1935865 n আমরা সফটওয়্যার হিসাবে অনেক ছোট হতে পারি , তবে একটি পিসিতে অনেক গুরত্বপূর্ণ ভূমিকা পালন করি !!! সবাই আমাদের ভালোবাসে !!  

Internet Download Manager নামে আমাকে সবাই চিনে সবাই আমাকে ভালোবাসে আর  IDM বলে ডাকে icon smile আমরা সফটওয়্যার হিসাবে অনেক ছোট হতে পারি , তবে একটি পিসিতে অনেক গুরত্বপূর্ণ ভূমিকা পালন করি !!! সবাই আমাদের ভালোবাসে !!
আমার কাজ ডাওনলোড করা , যে কোন ওয়েব সাইট থেকে আমি ওয়েব ভিডিও  DOWNLOAD করতে পারি !!!
রিজিউম সাপোর্ট করি আর কি করতে পারি icon smile আমরা সফটওয়্যার হিসাবে অনেক ছোট হতে পারি , তবে একটি পিসিতে অনেক গুরত্বপূর্ণ ভূমিকা পালন করি !!! সবাই আমাদের ভালোবাসে !!
ডাওনলোড করেন  DM.6.06.Beta.3.Sile 3.3 MB

Defraggler

1 আমরা সফটওয়্যার হিসাবে অনেক ছোট হতে পারি , তবে একটি পিসিতে অনেক গুরত্বপূর্ণ ভূমিকা পালন করি !!! সবাই আমাদের ভালোবাসে !!

আপনারা যারা কম্পিউটার ব্যবহার করেন ডিস্ক ডিফ্র্যাগ করা সম্পর্কে জানেন এবং এর গুরুত্ত সম্পর্কেও অবগত আছেন। ১-২  মাসে কমপক্ষে  একবার সবগুলো ড্রাইভ ডিফ্র্যাগ করা উচিত।
ডাওনলোয়ড করুন এখান থেকে  Defraggler.exe – 1.6 MB

CCleaner 3.03.1366 PORTABLE

আমাকে আপনারা চিনেন খুব ভালো করে আমি আপনার পিসি কে সবসময় পিসি clean করতে ভালোবাসি
প্রতিদিন আমাদের কম্পিউটার এর junk ফাইল temp ফাইল recent অব্যবহৃত রেজিস্ট্রি কী সহ আর অনেক ধরনের হাবিজাবি আমি clean করতে ভালোবাসি icon smile আমরা সফটওয়্যার হিসাবে অনেক ছোট হতে পারি , তবে একটি পিসিতে অনেক গুরত্বপূর্ণ ভূমিকা পালন করি !!! সবাই আমাদের ভালোবাসে !! পরিস্কার পরিচ্ছনতার এই কাজের জন্য আপনার আমাকে প্রয়োজন হবে icon smile আমরা সফটওয়্যার হিসাবে অনেক ছোট হতে পারি , তবে একটি পিসিতে অনেক গুরত্বপূর্ণ ভূমিকা পালন করি !!! সবাই আমাদের ভালোবাসে !!


96695602355107864828197358822911 আমরা সফটওয়্যার হিসাবে অনেক ছোট হতে পারি , তবে একটি পিসিতে অনেক গুরত্বপূর্ণ ভূমিকা পালন করি !!! সবাই আমাদের ভালোবাসে !!

আপনি আমাকে দিয়ে আনইন্সটল করতে পারবেন আমাকে DOWNLOAD করেন CLICK Here Start D0WNLOAD 

15hn9t0 আমরা সফটওয়্যার হিসাবে অনেক ছোট হতে পারি , তবে একটি পিসিতে অনেক গুরত্বপূর্ণ ভূমিকা পালন করি !!! সবাই আমাদের ভালোবাসে !!



আমি Revo Uninstaller  পিসি থাকা সফটওয়ার কে   Uninstall করে থাকি CLICK Here Start D0WNLOAD



আজ এই টুকুই ভালো থাকবেন
18561 আমরা সফটওয়্যার হিসাবে অনেক ছোট হতে পারি , তবে একটি পিসিতে অনেক গুরত্বপূর্ণ ভূমিকা পালন করি !!! সবাই আমাদের ভালোবাসে !!

তথ্যসূত্রঃ লিংক
 

খুব সহেজই বদলে ফেলুন আপনার পেন ডেরাইভ,মেমরী কাড,ফোলল্ডার এর ছবি।

ব্যবহার এর নিয়ম:
১। প্রথমে যে Folder, Pan drive, Memory কাড  এ Background Change করতে চান সেই ফাইলটির উপরে রাইট বাটন কিল্ক করে Properties> Customize> Browser>Photo Select> Apply> Ok
ধন্যবাদ সবাই ভাল থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন।

২। প্রথম Sof কপি করে যে Folder, Pan drive, Memory কাড ওপেন করুন এবং এই Sof পেষ্ট করুন তার পর এটা ওপেন করুন এবং Browser>Photo Select> Apply> Ok




1  ডাউলোড লিংক
http://www.mediafire.com/?n7w0f3de8x5861i
2 ডাউলোড লিংকUSB Photos খুব সহেজই বদলে ফেলুন আপনার পেন ডেরাইভ,মেমরী কাড,ফোলল্ডার এর ছবি।
http://www.mediafire.com/?cks5r06kbozzedl  


তথ্যসূত্রঃ লিংক

অপারেটিং সিস্টেম থাকা অবস্থাতেই আপনার হার্ডডিস্কের পার্টিশান গুলোকে ভেঙ্গেচুরে নিজের মত করে সাজিয়ে নিন। অবিশ্বাস্য হলেও সত্য কোন ডাটা হারিয়ে যাবেনা!

আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তাদের অনেকেরই হয়ত নতুন করে পার্টিশান করার দরকার হয়না। কেননা একটা পিসি কিনলে দোকান থেকেই সাধারণত এই পার্টিশানের কাজটুকু করে দেওয়া হয়। কিন্তু কোন কারনে যদি আপনার পিসির পার্টিশান নতুন করে করতে হয় বা একটি বা দুটি পার্টিশান বাড়াতে হয় তখন অনেকেই হয়ত একটু বিড়ম্বনায় পড়েন। আবার যাদের ল্যাপটপ আছে তাদের হয়তবা মাত্র দুটি পার্টিশান আছে তারা চাচ্ছেন যদি দুই একটা পার্টিশান বাড়ানো যেত তাহলে ভাল হতো।

untitled1 অপারেটিং সিস্টেম থাকা অবস্থাতেই আপনার হার্ডডিস্কের পার্টিশান গুলোকে ভেঙ্গেচুরে নিজের মত করে সাজিয়ে নিন। অবিশ্বাস্য হলেও সত্য কোন ডাটা হারিয়ে যাবেনা!


আবার অনেকের হয়ত অনেকগুলো পার্টিশান আছে তারা চাচ্ছে দুই একটা পার্টিশান বাদ দিবে। সাধারণত কোন পার্টিশান ব্রেক করলে এর ডাটাগুলো সব মুছে যায়। আজ আমি আপনাদের সাথে এমন একটা সফটওয়্যারের পরিচয় করে দিব যার সাহায্যে অতি সহজেই আপনি এই কাজগুলো করতে পারবেন। কিন্তু আপনার কোন ড্রাইভের কোন ডাটা মুছে যাবে না বা নষ্ট হবেনা। মাত্র ৮.৪ মে.বা এই সফটওয়্যার
http://www.partition-tool.com/download.htm
এখান থেকে ফ্রি টা ডাউনলোড করুন। এই সবগুলো সুবিধা আপনাকে দিবে। সফটওয়্যারটির নাম
। এবার আসি এটা কিভাবে ব্যবহার করবেন।
  • প্রথমে এটি ডাউনলোড করে ইন্সটল করুন। ফ্রি সফটওয়্যার কোন সিরিয়ালের দরকার নাই। তাই এটা বিস্তারিত বললাম না। আশা করি পারবেন।
  • এবার স্টার্ট মেনু বা ডেস্কটপ থেকে সফটওয়্যারটি চালু করুন।

untitledffj অপারেটিং সিস্টেম থাকা অবস্থাতেই আপনার হার্ডডিস্কের পার্টিশান গুলোকে ভেঙ্গেচুরে নিজের মত করে সাজিয়ে নিন। অবিশ্বাস্য হলেও সত্য কোন ডাটা হারিয়ে যাবেনা!
EASEUS Partition Master 8.0.1 Home Edition
  • উপরের ছবির মত দেখতে পাবেন। এই সফটওয়্যারের বাম পাশে দেখেন অনেক অপশন আছে। এখন আপনি ঠিক করুন আপনি কি করবেন।
  • আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডাটা না হারিয়ে হার্ডডিস্কের একটি পার্টিশান বাড়ানো যাবে। প্রথমে আমাদের ঠিক করতে হবে আমরা কোন কোন ড্রাইভ থেকে জায়গা নিয়ে নতুন পার্টিশান করতে চাই। এর জন্য যে পার্টিশান থেকে জায়গা নেব (অবশ্যই ঐ ড্রাইভে অতটুকু পরিমান ফ্রি স্পেস থাকতে হবে) সেই পার্টিশান সিলেক্ট করে বাম পাশ থেকে Resize/Move Pertition এ ক্লিক করুন। এইরকম উইন্ডো আসবে।
untitledgdgdg অপারেটিং সিস্টেম থাকা অবস্থাতেই আপনার হার্ডডিস্কের পার্টিশান গুলোকে ভেঙ্গেচুরে নিজের মত করে সাজিয়ে নিন। অবিশ্বাস্য হলেও সত্য কোন ডাটা হারিয়ে যাবেনা!
EASEUS Partition Master 8.0.1 Home Edition
  • এখান থেকে আপনি ঠিক করে দিন আপনার নতুন পার্টিশান কত মেগাবাইট নিয়ে তৈরী হবে(উল্লেখ্য ১০২৪ মে.বা.=১ গি.বা.)। হয়ত আমাদের ড্রাইভটি পূর্বে ছিল ১০০ গিগাবাইট এর ফ্রি স্পেস ছিল ৪০ গিগাবাইট আর আমরা চাচ্ছি এই ড্রাইভটাই আমাদের হবে ৭০ গিগাবাইট। তাহলে ৭০X১০২৪ দিয়ে যত হয় মানে ৭১৬৮০ মে.বা. পার্টিশান সাইজের ঘরে লিখে দিয়ে ok বাটনে ক্লিক করুন।
  • নিচের ছবির মত আসবে। এখানে আপনার আগের ড্রাইভের বর্তমান অবস্থা এবং আনএ্যালোকেটেড স্পেস দেখাবে। আপনার যদি কোন ভুল হয়ে থাকে এখান থেকে আপনি আনডু করার সুযোগ পাবেন।
gdghdg অপারেটিং সিস্টেম থাকা অবস্থাতেই আপনার হার্ডডিস্কের পার্টিশান গুলোকে ভেঙ্গেচুরে নিজের মত করে সাজিয়ে নিন। অবিশ্বাস্য হলেও সত্য কোন ডাটা হারিয়ে যাবেনা!
EASEUS Partition Master 8.0.1 Home Edition
  • অন্য ড্রাইভ থেকে যদি জায়গা নিতে চান তাহলে একই পদ্ধতিতে সেই ড্রাইভ সিলেক্ট করে একই কাজ  করতে হবে।
  • এবার Apply বাটনে ক্লিক করুন। একটা মেসেজ আসবে আবার ok করুন। পিসি রিস্টার্ট হবে। অপেক্ষা করুন, পিসি বুট হওয়ার কিছুক্ষন পর কম্পিউটার স্বাভাবিক নিয়মে চালু হওয়ার বদলে নতুন একটি উইন্ডো আসবে এবং আপনি যে পরিবর্তন গুলো করেছিলেন সেগুলো এখন সংঘঠিত হবে। কাজ শেষ হওয়ার পর আবার পিসি রিস্টার্ট হবে। এবার একটি সাকসেসফুল মেসেজ দেখিয়ে পিসি রিস্টার্ট হয়ে চালু হবে। এবার আপনি লক্ষ করে দেখুন যে সকল পার্টিশান থেকে আপনি জায়গা নিয়েছেন সেগুলোর সাইজ কম দেখাচ্ছে। আমাদের এবার নতুন পার্টিশান তৈরী করতে হবে। এর জন্য সফটওয়্যারটি আবার চালু করুন এবং আনএ্যালোকেটেড অংশ সিলেক্ট করে বামপাশ থেকে Create Partition এ ক্লিক করুন।
65 অপারেটিং সিস্টেম থাকা অবস্থাতেই আপনার হার্ডডিস্কের পার্টিশান গুলোকে ভেঙ্গেচুরে নিজের মত করে সাজিয়ে নিন। অবিশ্বাস্য হলেও সত্য কোন ডাটা হারিয়ে যাবেনা!
EASEUS Partition Master 8.0.1 Home Edition
  • এই রকম আসবে।
121 অপারেটিং সিস্টেম থাকা অবস্থাতেই আপনার হার্ডডিস্কের পার্টিশান গুলোকে ভেঙ্গেচুরে নিজের মত করে সাজিয়ে নিন। অবিশ্বাস্য হলেও সত্য কোন ডাটা হারিয়ে যাবেনা!
EASEUS Partition Master 8.0.1 Home Edition

এখান থেকে ড্রাইভের একটি নাম এবং কতটুকু জায়গা নিয়ে পার্টিশান হবে তা উল্লেখ করে ok করুন। আবার Apply বাটনে ক্লিক করে ok করে রিস্টার্ট করুন। কাজ সম্পূর্ণ শেষ হওয়ার পর দেখবেন আপনার কম্পিউটারে নতুন একটি পার্টিশান বা ড্রাইভ যুক্ত হয়েছে।
যদি কোন কারণে দুই জায়গায় ফ্রি স্পেস বা একাধিক আনএ্যালোকেটেড স্পেসের মাঝে একটি ড্রাইভ থাকে তাহলে আপনি সেই ড্রাইভ সিলেক্ট করে Resize/Move Partition সিলেক্ট করে সহজেই ড্রাগ করে একপাশে সরিয়ে নিয়ে এসে আনএ্যালোকেটেড স্পেস দুটিকে একত্র করতে পারেন।

আরো সুবিধাঃ

  • সফটওয়্যারটি উইন্ডোজ এক্সপি/ভিসতা/সেভেনের ৩২ বিট বা ৬৪ বিট সমর্থন করে।
  • ড্রাইভ লেটার পরিবর্তন করতে দেয়।
  • সহজে ডিস্ক ডিগফ্রাগমেন্ট করা যায়।
  • প্রাইমারি পার্টিশানকে লজিক্যাল পার্টিশানে কনভার্ট করতে পারে। বা লজিক্যালকে প্রাইমারি করতে পারে।
  • পুরো একটি পার্টিশানকে কপি করতে পারে। এছাড়া একটি ড্রাইভকে হাইড করতে পারে।
  • পার্টিশানকে ডিলিট বা ফরম্যাট তো অবশ্যই করতে পারে।

অসুবিধাঃ

  • একটি পার্টিশানকে দুই ভাগে ভাগ করতে পারেনা।
  • দুইটি পার্টিশানকে একত্র করতে পারেনা।
ভাল লাগলে মন্তব্য করবেন আশা করি। ধন্যবাদ।



তথ্যসূত্রঃ লিংক

আপনার সিডি-রম ড্রাইভ লুকিয়ে রাখতে পারেন

আপনার অনুপস্থিতিতে কম্পিউটারের সিডি-রম ড্রাইভ যাতে অন্য কেউ ব্যবহার করতে না পারে, এ জন্য সিডি-রম ড্রাইভকে লুকিয়ে রাখতে পারেন। এই কাজটি করতে কম্পিউটারে অপারেটিং সিস্টেম হিসাবে উইন্ডোজ ২০০০ বা এক্সপি থাকতে হবে। এ জন্য-
1. My Computer খুলে সিডি ড্রাইভে মাউসের ডান বাটন ক্লিক করে Properties-G ক্লিক করুন। পর্দায় একটি Properties ডায়ালগ বক্স আসবে।
2. উক্ত ডায়ালগ বক্সের Hardware ট্যাবে ক্লিক করুন।
3. প্রদর্শিত উইন্ডোর Name এর নিচের বাক্স থেকে CD/DVD Rom সিলেক্ট করে Properties বাটনে ক্লিক করুন। পর্দায় CD/DVD Properties ডায়ালগ বক্স আসবে।
অথবা
My Computer থেকে Properties ক্লিক করুন। পর্দায় System Properties ডায়ালগ বক্স আসবে।
উক্ত ডায়ালগ বক্সের Hardware ট্যাবে ক্লিক করে Device Manager বাটনে ক্লিক করুন। পর্দায় Device Manager ওপেন হবে।
এবার CD/DVD নাম সিলেক্ট করে Properties বাটনে ক্লিক করুন। পর্দায় CD/DVD Properties-Gi ডায়ালগ বক্স আসবে।
4. এবার উক্ত ডায়ালগ বক্সের General ট্যাবে ক্লিক করে, নিচে দিকে Device usage: এর নিচের বক্সে Use this device (enable) সিলেক্ট করা থাকলে, Do not use the device (disable) সিলেক্ট করে OK করুন।
  1. এরপর OK করুন এবং আবার Apply OK করুন।
6. এবার দেখুন সিডি-রম ড্রাইভের আইকন নেই।

নোট: আবার আইকন আনতে চাইলে Use the device(enable) সিলেক্ট করলেই হবে। এভাবেই সিডি-রম ড্রাইভ অন্যদের কাছ থেকে লুকিয়ে রাখতে পারেন।
cd dvd rom আপনার সিডি রম ড্রাইভ লুকিয়ে রাখতে পারেন  
 
 তথ্যসূত্রঃ লিংক

দূরে থাকা বন্ধুর কম্পিউটারে কাজ করুন বাসায় বসে

আসুন  দেখি কিভাবে আপনি দেশে/বিদেশে থাকা আপনার বন্ধুর পিসির কাজ করে দিবেন।

১। প্রথমে টিম ভিউয়ার সফ্টওয়ারটি লাগবে দুই পিসির জন্যই,
২। এখানে ক্লিক করে সফ্টওয়াটি ডাউনলোড করে নিন, ( সাইজ মত্র- 3.95 MB )
৩। স্বাভাবিক নিয়মেই এটা ইন্সটল করে ফেলুন,
৪। এবার সফ্টওয়ারটি ওপেন করুন দুজনই।

team viewer installation দূরে থাকা বন্ধুর কম্পিউটারে কাজ করুন বাসায় বসে
৫। এরপর Remote Control ট্যাব থেকে Partner ID তে আপনার বন্ধুর আইডি লিখুন । অর্থাৎ আনার বন্ধুর সফ্টওয়ারটি ওপেন করলে সেখানেও এটার মতো Your ID ও নিচে Password দেওয়া থাকবে। (আপনার বন্ধুর নিকট থেকে তার  আইডি ও পাসওয়ার্ড জেনে নিন)
৬। এবার Connect to Partner বাটনে ক্লিক করে কিছুক্ষন অপেক্ষা করেলে Password চাইবে ,

TeamViewer Authentication দূরে থাকা বন্ধুর কম্পিউটারে কাজ করুন বাসায় বসে






৭। Password দিয়ে Log On এ ক্লিক করুন,
৮। আবার কিছুক্ষন পরে একটা ডেস্কটপ ওপেন হবে, এই ডেস্কটপটি হচ্ছে আপনার বন্ধুর পিসির ডেস্কটপ।
এখন আপনি তার পিসির কাজ করতে পারবেন খুব সহজেই।

তথ্যসূত্রঃ লিংক

এখন ফোল্ডার আইকোন বাদ দিয়ে আপনার ছবি আইকোন হিসাবে ব্যবহার করুন

প্রথমে আপনার ছবি বাছাই করুন এর পর আপনার ছবিটি পেইন্ট এর মাধ্যমে আপনার ছবি দিন ছবিটি থাকবে bmp Format করে Save করুন এর পর ছবিটি কাট/কপি করে C: Drive>Windows> System32> Past করুন এবার আপনি নতুন ফোল্ডার করে কার Properties> Customize>Change logo>   Browser>এখন আপনার ছবি যে নাম দিয়ে ছিলেন সেটা খুজুন এবং সিলেক্ট করে Ok>Apply> ok এবার দেখুন আপনার ছবি আইকন হয়ে গেছে। ধন্যবাদ ভালথাকবেন । আর আমার জন্য দোয়া করবেন। ভাল লাগলে কমেন্ট করবেন।

icon এখন ফোল্ডার আইকোন বাদ দিয়ে আপনার ছবি আইকোন হিসাবে ব্যবহার করুন 

তথ্যসূত্রঃ লিংক

মঙ্গলবার, ৩১ মে, ২০১১

সফটওয়্যার দিয়ে ১০ সেকেন্ডে একটি YAHOO ID বানান !!!!!

আসসালামু আলাইকুম, সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের টিপস শুরু করছি। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই ভাল আছেন। আপনি কি ১০ সেকেন্ড এ একটি YAHOO ID বানাতে চান । তবে আজ তা আপনারা ডাউনলোড করে নিন  INSTALL করতে হবে না । এটি আমি ৩ মাস আগে খুব কষ্ট করে বের করি একটি  ওয়েব সাইট থেকে । এই সফটওয়্যার টি আমি অনেক FRIEND কে দিয়েছিলাম  আমার ফাইল থেকে ৫০ বার ডাওনলোড হয় । তারা সফটওয়্যার টি নিয়ে ব্যবসা করে । খুব খারাপ লাগছে SOFTWARE টি অন্য ওয়েব সাইট শেয়ার করা হয় । তবে ভালো এই যে এই MAIL দিয়ে আপনি

ইন্টারনেটের এর মাধ্যমে

সুন্দরবনকে ভোট দিন

সুন্দরবন কে ভোট দেয়ার শেষ সময় আগামি ১০ ই নভেম্বর।


113 সফটওয়্যার দিয়ে ১০ সেকেন্ডে একটি YAHOO ID বানান !!!!!






আমার দিয়া ফাইল টা ওপেন করলে এই ২টা ফাইল পাবেন IR-IDMaker ওপেন করুন
26 সফটওয়্যার দিয়ে ১০ সেকেন্ডে একটি YAHOO ID বানান !!!!!
এই  Broad টা ওপেন হবে  তারপর START BUTTON এ CLICK করুন 34 সফটওয়্যার দিয়ে ১০ সেকেন্ডে একটি YAHOO ID বানান !!!!! আমার মত setting গুলো করে নিন53 সফটওয়্যার দিয়ে ১০ সেকেন্ডে একটি YAHOO ID বানান !!!!! CAPTURE গুলো করে ফেলুন  তারপর  CREATE তে CLICK করুন তারপর একটি MAIL হবে,
82 সফটওয়্যার দিয়ে ১০ সেকেন্ডে একটি YAHOO ID বানান !!!!!
আপনারা কি IR-IDMaker ফাইল এর ভিতর একটি Created Bots নামের NOTE PAD দেখছেন কি ??? এটার ভিতর ইমেইল আর PASSWORD পাবেন । যেমন , Created Bots নামের NOTE PAD OPEN করেন ,
123456789 সফটওয়্যার দিয়ে ১০ সেকেন্ডে একটি YAHOO ID বানান !!!!!
18560 সফটওয়্যার দিয়ে ১০ সেকেন্ডে একটি YAHOO ID বানান !!!!!
polash সফটওয়্যার দিয়ে ১০ সেকেন্ডে একটি YAHOO ID বানান !!!!!



18561 সফটওয়্যার দিয়ে ১০ সেকেন্ডে একটি YAHOO ID বানান !!!!!
আজ এই টুকুই ভালো থাকবেন


তথ্যসূত্রঃ লিংক

এবার আসুন × এবং ÷ চিহ্ন দেওয়া শিখি

আমি আগে এই ২ টি চিহ্ন দিতে পারতাম না। কারন কী-বোর্ডে কোথাও এই চিহ্ন খুজে পাই নাই।


1178727421LS9NO8 এবার আসুন × এবং ÷ চিহ্ন দেওয়া শিখি : )


 তবে MS Word & MS Excel এ symbol Insert করতাম । আর সব জাগাই Copy & Paste করতাম।
আজ দেখুন এই টিপস ব্যবহার করলে সব স্থানে লেখা যায় ।
খুব সহজেই কী-বোর্ডে দিয়ে পারবেন ;
শুধু চাপ দেন ( Alt + 0215 ) = ×
( Alt + 0247 ) = ÷
আমার আরো কিছু লেখা, সময় পেলে দেখে আসুন :-

তথ্যসূত্রঃ  লিংক

উইন্ডোজ এক্সপিতে দিন উইন্ডোজ ৭ এর লুক


777 300x182 উইন্ডোজ এক্সপিতে দিন উইন্ডোজ ৭ এর লুক

কেমন আছেন সবাই,আশা করি সবাই ভালো আছেন, আজকের পোষ্ঠটা তাদের জন্য যারা আমার মত উইন্ডোজ এক্সপির শুধু ভক্ত নয়,মহা ভক্ত,তাই তাদের জন্য নিয়ে আসলাম কোন ওএস পরিবর্তন ছারা উইন্ডোজ এক্সপিতে উইন্ডোজ ৭ এর স্বাদ।এই স্বাদ পেতে চাইলে এখানে ক্লিক করুন।

তথ্যসূত্রঃ লিংক

আপনার কম্পিউটারের ড্রাইভের আইকন গুলোকে সাজান বিভিন্ন সাজে খুব ছোট্টো একটা সফটওয়্যারের সাহায্যে,সাথে দেখে নিন সফটওয়্যার ছারা ড্রাইভ লুকানোর খুব সহজ একটা পদ্ধতি।

4444 300x216 আপনার কম্পিউটারের ড্রাইভের আইকন গুলোকে সাজান বিভিন্ন সাজে খুব ছোট্টো একটা সফটওয়্যারের সাহায্যে,সাথে দেখে নিন সফটওয়্যার ছারা ড্রাইভ লুকানোর খুব সহজ একটা পদ্ধতি।
যারা পিসিতে একই ড্রাইভ দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছেন,তাদের জন্য আমার এই ছোট উপহার

221 300x226 আপনার কম্পিউটারের ড্রাইভের আইকন গুলোকে সাজান বিভিন্ন সাজে খুব ছোট্টো একটা সফটওয়্যারের সাহায্যে,সাথে দেখে নিন সফটওয়্যার ছারা ড্রাইভ লুকানোর খুব সহজ একটা পদ্ধতি। 

এরকম আরও ৯টা ইফেক্ট আছে এতে,যাদের নেই আশা করি তাদের কাজে আসবে।ডাউনলোড লিংক
এবার আপনাদের দেখবো খুব সহজে ড্রাইভ লুকানোর একটা পদ্ধতি,


2222 300x214 আপনার কম্পিউটারের ড্রাইভের আইকন গুলোকে সাজান বিভিন্ন সাজে খুব ছোট্টো একটা সফটওয়্যারের সাহায্যে,সাথে দেখে নিন সফটওয়্যার ছারা ড্রাইভ লুকানোর খুব সহজ একটা পদ্ধতি।


এজন্য প্রথমে আপনাকে মাই কম্পিউটারের উপর মাউসের রাইট ক্লিক করে manage অপশনে ক্লিক করতে হবে উপরের ছবির মত,
5 30 2011 6 52 21 AM আপনার কম্পিউটারের ড্রাইভের আইকন গুলোকে সাজান বিভিন্ন সাজে খুব ছোট্টো একটা সফটওয়্যারের সাহায্যে,সাথে দেখে নিন সফটওয়্যার ছারা ড্রাইভ লুকানোর খুব সহজ একটা পদ্ধতি।



এবার উপরের ছবির মতো Disk Management এ ক্লিক করুন,ডান পাশে আপনার পিসির ড্রাইভ গুলো দেখাবে,যেটা লুকাতে চান ওটার উপর মাউসের রাইট ক্লিক করুন,দেখুন ৩ নাম্বার অপশনটিতে লেখা আছে Change Drive Letter and Path ওটাতে ক্লিক করে Remove এ ক্লিক করুন,ব্যাস কাজ শেষ দেখুন আপনার remove করা ড্রাইভটি মাই কম্পিউটার এ নাই,আবার ফিরিয়ে আনতে চাইলে একই ভাবে যেয়ে Add ক্লিক করে ok প্রেস করুন।


তথ্যসূত্রঃ লিংক