শনিবার, ২৮ মে, ২০১১

পেনড্রাইভের লুকানো ফাইল বের করুন

ভাইরাসের কারনে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে অনেক সময় পেনড্রাইভে ফাইল থাকলেও তা অদৃশ্য(হাইড) হয়ে যায়।কিন্তু পেনড্রাইভের properties-এ  গেলে দেখা যায় ফাইলগুলো ঠিকই মেমোরীতে জায়গা দখল করে আছে।আবার ফাইলের বদলে ফাইলের শর্টকাট পাওয়া যায়।এরকম সমস্যায় পড়লে start/all programme/accessories/notepad-এ গিয়ে নো্‌টপ্যাড খুলুন এবং নিচের কোডটি হুবহু নোটপ্যাডে কপি পেস্ট করুন-

attrib -h -r -s /s /d DRIVE LETTER:\*.*

DRIVE LETTER:

del *.lnk /f/s/q

del *.exe /f/q

del Autorun.inf /f/q

c:

tree

cls

exit
এখানে শুধু  DRIVE LETTER লেখাটি মুছে আপনার কম্পিউটারে পেনড্রাইভের ড্রাইভ লেটার লিখবেন(যেমন L হলে L:  লিখবেন)।মাই কম্পিউটারে ঢুকে ড্রাউভ লেটার কোনটি তা দেখে নিন।নোটপ্যাডের  অন্য কোন হরফ বা wP‎ý পরিবর্তন করবেন না।এখন File/Save as-G গিয়ে ফাইলটি Unhide.bat নামে সেভ করুন খেয়াল করুন, Unhide নামের নতুন একটি ফাইল তৈরী হয়েছে। তৈরীকৃত  Unhide ফাইলটি ওপেন করুন। Unhide ফাইলটি চালু করার একটু  পর তা ¯^qsµxqfv‡e বন্ধ হয়ে যাবে।এরপর  পেনড্রাইভ ওপেন করে দেখুন অদৃশ্য ফাইলগুলো দেখা যাচ্ছে ।এটি একই সাথে পেনড্রাইভের ক্ষতিকর autorun.inf  ফাইল, exe. এক্সটেনসনের সন্দেহজনক ফাইল এবং শর্টকাট ভাইরাসকে মুছে দেবে।

তথ্য সংগ্রহঃ 

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন