প্রথমে ফায়ারফক্সের এপ্লিকেশন ফোল্ডারে (অর্থাত C:\Program Files\Mozilla Firefox) যান।
এবার chrome ফোল্ডারটি ওপেন করে en-US.jar নামক ফাইলটি WinRAR, 7-Zip বা WinZip এর মাধ্যমে ওপেন করুন।
এবার locale\branding খেকে brand.dtd নামক ফাইলটি নোটপ্যাড দিয়ে ওপেন করুন। ফাইলটিতে নিম্নের কোড দেখতে পাবেন।
<!–ENTITY brandFullName “Mozilla Firefox”>
এ কোডের পরিবর্তে নিম্নের কোড টাইপ করুন।
<!–ENTITY brandFullName “Mozilla Firefox (Sihab)”>
এবার File মেনু থেকে Save ক্লিক করুন। এবার নোটপ্যাডটি Close করুন।
প্রাপ্ত ডায়ালগ বক্সে Yes বাটনে ক্লিক করুন। এবার en-US.jar নামক ফাইলটি Close করুন।
***ব্যস হয়ে গেল। এবার মজিলা ফায়ারফক্স চালিয়ে দেখুন টাইটেলবারে কি পরিবর্তন এসেছে। উপরের কোড লিখার সময় আপনি (Sihab) এর পরিবর্তে আপনার নাম লিখতে পারেন।
তথ্য সংগ্রহঃ লিংক
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন