মঙ্গলবার, ৩১ মে, ২০১১

আপনার মোবাইলের ডাটা রাখুন সূরক্ষিত

mobile ready website design আপনার মোবাইলের ডাটা রাখুন সূরক্ষিত
আমরা প্রায় মোবাইল ভাইরাস দ্বারা আক্রান্ত হই।এবং এর Source ব্লুটুথ অথবা মেমোরি-কার্ড।এছাড়াও অন্য যে কোন সমস্যায় আপনার ফোন মেমোরি যখন Rest.fact.settings বা Format দেয়ার দরকার হবে তখন আপনি চাইলেই আপনার মোবাইলের ডাটা রাখতে পারেন আপনার আয়ত্তে।এবং আরেকটা বিষয় হচ্ছে,অনেক ইউজার জানেন না Synchronize কি এবং এর দ্বারা কি কাজ হয়?আপনারা যারা প্রথমআলো’র শুক্রবারের প্রজন্ম.কম পাতা দেখেন তারাই দেখবেন যে “সরাইখানা”তে কিছু পাবলিক প্রশ্ন করেন,Synchronize কি এবং এর দ্বারা কি কাজ হয়?উত্তরদাতা বলেন,এই Option টি আমাদের দেশে প্রযোজ্য নয় বা কাজ করেনা।তাই আজ জানতে পারবেন আসলেই কি এটি কাজের কিনা।চলুন শুরু করা যাক…
যদি আপনি নকিয়া ইউজার হন এবং এর জন্য আপনাকে প্রথমেই নকিয়ার Ovi তে একটা একাউন্ট খুলতে হবে।একাউন্ট খোলার পর আপনার মোবাইলের Settings>Sync & backup>Sync with ovi এ যান।এখন Sign in করুন আপনার একাউন্টে।Singing in করা হয়ে গেলে ডাটা ট্রান্সফার শুরু হবে।স্ক্রীনে Sync/sending contacts অথবা Calender অথবা Notes এবং প্রোগ্রেসিং স্টাটাস দেখাবে।তবে এর আগে আপনাকে পছন্দ করতে হবে কি কি আপনি Backup রাখতে চান।এর জন্য আপনাকে প্রথমেই Settings>Sync & backup>Sync settings>Synchronized data তে যেটা পছন্দ তাতে টিক চিন্হ দিয়ে Done করে বের হয়ে আসুন।আপনার সমস্ত ডাটা আপনার মেইলে জমা হয়ে থাকবে।ডাটা Restore করতে:Settings>Sync & backup>Sync with ovi>Rest.from Ovi তে ক্লীক করে ok দিন.যা যা Restore করতে চান টিক চিন্হ দিয়ে Done দিলেই ডাটা ট্রন্সফার শুরু হবে মেইল থেকে।এখানও স্ক্রীনে Sync/sending contacts অথবা Calender অথবা Notes এবং প্রোগ্রেসিং স্টাটাস দেখাবে।Complete হলে সেট Restart নিবে।
আরেকটা কথা,কেউ হয়ত বলবেন,চাইলে আমি তো আমার মেমোরি-কার্ডে Backup রেখে দিতে পারি।কিন্তু মেমোরি-কার্ডে যদি ভাইরাস থাকে অথবা Backup ফাইলগুলো কোন কারনে নস্ট হয়ে যায় তখন?
Synchronizing এর আরেকটি প্রক্রিয়া আছে।তা হচ্ছে Bluetooth এর মাধ্যমে।এর জন্য আপনার মোবাইলের Settings>Sync & backup>Phone switch>Synchronize যান।যেসব ট্রান্সফার করবেন টিক দিন।Done ক্লীক করলে Bluetooth Device সিলেক্ট করে ট্রান্সফার করে নিন।ডাটা Restore করতে:Settings>Sync & backup>Phone switch>Copy from this এ যেসব ট্রান্সফার করবেন টিক দিন।Done ক্লীক করলে Bluetooth Device সিলেক্ট করে ট্রান্সফার করে নিন।
যখন এই পোস্ট টি তৈরী করছিলাম তখন এতগুলো মশার কামড় খাইছি যে,আমার এই পোস্ট টি তৈরীতে এতগুলো মাউস+কী-বো্র্ডে চাপ দিতেও হয়নি।যাক,পোস্ট টি কারো কাজে আসলে মশার কামড়গুলো স্বা্র্থক হবে।পোস্ট টি তৈরী করতেও অনেক কষ্ট হইছে।কারণ,এই অধম কম্পিউটার বা মোবাইলে বাংলা লেখায় Expert না।ধন্যবাদ সবাইকে।
বিঃদ্রঃএই পোস্ট টি Nokia X2-00 তে পরীক্ষিত।সহযোগি হিসেবে ছিল Nokia 5130 XpressMusic
Click Here for download this POST in pdf file.

তথ্যসূত্রঃ লিংক

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন