আশা করি সবাই ভালো আছেন।২ – ১ দিন আগে আমার একটি পোষ্ট ছিল পিসি হেল্পলাইন বিডিতে বাংলা অভিধান নিয়ে। অনেকেই হয়ত Download দিতে পেরেছেন।আবার অনেকেই হয়ত পারেননি।তাই আমি আজ আপনাদের একটি আভিধান এর নাম বলছি । আমার মতে বাংলাদেশের সবচেয়ে ভালো অভিধান বা Dictionary হলো ওয়ালি আহমেদ এর English To Bengali Dictionary । এটি হচ্ছে কম্পিউটারের বাংলা ডিকশনারির মর্ধ্যে অন্যতম।তাই বেশি দেরি না করে এখান থেকে English To Bengali Dictionary Download করে নিন ।কম বেশি সবার প্রয়োজন পরবে।এটি বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন। ডিকশনারিটি ইনষ্টল করার দরকার হয় না। এর সাইজ খুবই কম মাত্র 5.80MB এবং এর ব্যবহারও খুবই সহজ ।এর বাংলা এবং ইংরেজী অর্থ সহ দেয়া আছে।সাথে আর কিছু এক্সট্রা কিছু ইনফর্মেশন পাবেন এই আভিধান থেকে।
তথ্য সংগ্রহঃ লিংক
তথ্য সংগ্রহঃ লিংক
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন