শনিবার, ২৮ মে, ২০১১

স্বয়ংক্রীয়ভাবে তৈরী করুন যেকোন সফটওয়্যারের পোর্টেবল ভার্সন

কাজে অকাজে  বিভিন্ন সময় পিসিতে আমরা নানা রকম সফটওয়্যার ইনস্টল করি।অত্যাধিক সফটওয়্যারের চাপে সি ড্রাইভের যে বারোটা বাজে এটা আমরা অনেকেই বুঝতে চাই না।আবার অনেক সময় সামান্য কাজের জন্যও ষফটওয়্যার ইনস্টল করতে হয়।তবে পোর্টেবল সফটওয়্যার ব্যবহার করলে এই ঝামেলা থাকে না ।কিন্তু আমরা যে সফটওয়্যার ব্যবহার করতে চাই তার বেশীরভাগেরই পোর্টেবল ভার্সন পাওয়া যায়  না।  তবে আপনি চাইলে নিজেই যেকোন সফটওয়্যারের পোর্টেবল ভার্সন তৈরী করতে পারেন।এই কাজটি করতে আপনার লাগবে   Thinstall নামের একটি সফটওয়্যার।
সফটওয়্যারটি এখান থেকে নামিয়ে নিন- http://mediafire.com/?kyzhnz1amwz
ব্যবহারবিধি-
১.ইনস্টলের পর setup capture চালু করে দুইবার next দিন।
iiiiiiiiiiiiii 300x289 স্বয়ংক্রীয়ভাবে তৈরী করুন যেকোন সফটওয়্যারের পোর্টেবল ভার্সন
২.how to install লেখা স্ক্রীন এলে মিনিমাইজ করুন
৩.যে সফটওয়্যারটি পোর্টেবল করবেন সেটি ইনস্টল করুন(পোর্টেবল করার কাজ সম্পন্ন হয়ে গেলে ইনস্টলকৃত কপিটি ইচ্ছে করলে রিমোভ করে দিতে পারেন)।
৪.এখন maximize করে next-এ যান।
৫.usb flash/portable media সিলেক্ট করে next দিন।
৫.পরবর্তী ফাইল কম্প্রেস করার অপশন আসবে ।ফাইল কম্প্রেস করতে না চাইলে অপশনটি আনচেক করে next দিন।
sc1 300x267 স্বয়ংক্রীয়ভাবে তৈরী করুন যেকোন সফটওয়্যারের পোর্টেবল ভার্সন
৬.সবশেষে browse project তৈরীকৃত পোর্টেবল সফটওয়্যারটি কোথায় সেভ হয়েছে তা দেখে নিতে পারেন।

তথ্য সংগ্রহঃ http://www.pchelplinebd.com/?p=3091&utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b8%25e0%25a7%258d%25e0%25a6%25ac%25e0%25a7%259f%25e0%25a6%2582%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2580%25e0%25a7%259f%25e0%25a6%25ad%25e0%25a6%25be%25e0%25a6%25ac%25e0%25a7%2587-%25e0%25a6%25a4%25e0%25a7%2588%25e0%25a6%25b0%25e0%25a7%2580-%25e0%25a6%2595%25e0%25a6%25b0%25e0%25a7%2581%25e0%25a6%25a8

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন