শনিবার, ২৮ মে, ২০১১

উইন্ডোস এ পেজ ফাইল(page file) এর আকার পরিবর্তন

পেজ ফাইল উইন্ডোস এর খুবই গুরুত্বপূর্ন একটি ফিচার।পেজ ফাইল RAM এর ‌ মত কাজ করে। পেজ ফাইলের পরিমাণ যত বেশি দিবেন পিসি তত দ্রুততর হবে।
Windows xp তে page file এর আকার বাড়াতে বা কমাতে নিম্নোক্ত পদ্ধতি অবলম্বন করুন :
My computer এ ডান ক্লিক করে  properties এ যান। তারপর advanced > performance > advanced > change এ ক্লিক করে সাইজ নির্বাচন করুন। তারপর set এ ক্লিক করে ok আবার ok করুন। অথবা system manage size এ ক্লিক করুন। apply করে বের হন। আপনার কম্পিউটারের পেজ ফাইলের আকার পরিবর্তন হলো।কম্পিউটার রির্স্টাট করুন।

তথ্য সংগ্রহঃ লিংক

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন