শনিবার, ২৮ মে, ২০১১

নির্দিষ্ট ওয়েবসাইট কে আপনার পিসিতে যেভাবে ব্লক করবেন

শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট ব্যবহার, এডাল্ট সাইট অফ এবং অশ্লীল সাইট প্রতিরধো করার জন্য বিভিন্ন সময় কনো নিদিষ্ট ওয়েব সাইট ব্লক করে রাখতে হয়।তাইযদি কোন ওয়েবসাইট কে ব্লক করতে চান তাহলে উইন্ডোজের host ফাইলকে মডিফাই করতে হবে। C:\windows\system32\drivers\etc\ লোকেশনে host ফাইলকে পাউয়া যাবে। এটি একটি টেক্সট ফাইল। host ফাইলকে নোটপ্যাড দিয়ে ওপেন করতে হবে……… দেখবেন শেষ লাইনে 127.0.0.1 localhost এই লেখা টি আছে। এই লাইনের পরে যদি আরো কিছু লেখা থাকে তাহলে ধরে নেওয়া যায় যে আপনার পিসিটি ভাইরাস আক্রান্ত।
তারপর 127.0.0.1 localhost এর পরে কিছু থাকলে তা মুছে দিতে হবে। যে ওয়েবসাইটটি ব্লক করতে চান তার এড্রেস শেষ লাইনে লিখুন। ধরি, আপনি www.google.com কে ব্লক করবেন তাহলে 127.0.0.1 localhost এর পরের লাইনে লিখুন 127.0.0.1 www.google.com। এবার host ফাইলটি সেভ করুন। এখন www.google.com ব্রাউজ করতে গেলে কোন কিছু ওপেন হবেনা। উইন্ডোজের host ফাইলকে ব্যবহার করা হয় ডিএনএস কে ওভাররাইড করার জন্য ফলে গুগল.কম ব্রাউজ করতে গেলে আপনার পিসি মনে করে তা আপনার পিসিতেই আছে । আবার আইপি দেওয়া আছে 127.0.0.1) ফলে কিছু খুঁজে পায় না কম্পিউটার । সবার সুবিধার জন্য একটি ছবিতে দেওয়া host ফাইলটি দেখুন।

তথ্য সংগ্রহঃ লিংক

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন