শনিবার, ২৮ মে, ২০১১

সবল পাসওয়ার্ড দেবে নিরাপত্তা

ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে ‘পাসওয়ার্ড’ বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয়। ই-মেইল বা সামাজিক যোগাযোগের বিভিন্ন ওয়েবসাইটে পাসওয়ার্ড দিয়ে নিজের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা হয়। অনেক সময় দুর্বল পাসওয়ার্ড ব্যবহারের হ্যাকিংয়ের শিকার হতে হয়। পাসওয়ার্ড চুরি বা হ্যাকিংয়ের আশঙ্কা কমানোর জন্য কিছু বিষয় খেয়াল করুন—
l কম অক্ষরের পাসওয়ার্ড কখনোই দেবেন না। কারণ কম অক্ষরের পাসওয়ার্ড মোটেও নিরাপদ নয়। যেমন আট অক্ষরের পাসওয়ার্ড ব্যবহার না করাই ভালো। ১২ অক্ষরের পাসওয়ার্ড ব্যবহার করা নিরাপদ।
l একেক অ্যাকাউন্টে একেক পাসওয়ার্ড দিন।
l ওয়েবসাইট দেখার সফটওয়্যারে (ব্রাউজার) কখনো পাসওয়ার্ড সেভ করে রাখবেন না।
l সন্দেহজনক কোনো সাইটে ব্যক্তিগত অ্যাকাউন্টের পাসওয়ার্ড ব্যবহার করবেন না।
l পাসওয়ার্ড তৈরির জন্য কোনো সফটওয়্যার ব্যবহার করবেন না।
l পাসওয়ার্ডে অক্ষর, সংখ্যা, প্রতীক—সব ধরনের উপাদান রাখার চেষ্টা করবেন। এই নিয়মে নিরাপদ পাসওয়ার্ড তৈরি করতে পারেন।
l মোবাইল ফোনের নম্বর, নিজের বা পরিচিত কারও নাম পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করবেন না। সেই সংখ্যা পাসওয়ার্ড হিসেবে লিখুন, যা আপনার পরিচিত ব্যক্তিদের কল্পনারও বাইরে।

তথ্য সংগ্রহঃ প্রথম আলো

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন