সোমবার, ৩০ মে, ২০১১

রাইট ক্লীকে যোগ করুন ফাইল কপি/মুভ করার আলাদা অপশন !

আসা করি এই লখাটি অনেকর হয়ত জানা আছে।যাদের জানা নাই তাদের জন্য পিসি হেল্পলাইন বিডিতে লেখলাম…..।

কোন ফাইলের রাইট ক্লিক মেনুতে Copy/Move To Folder অপশন থাকলে আপনি সহজেই ফাইলটি যেকোন ফোল্ডারে কপি বা মুভ করতে পারবেন।তার জন্য আপনাকে যা করতে হবেঃ
নির্দেশনাঃ
১। Start>Run>regedit টাইপ করে এন্টার চাপুন।
২। HKEY_CLASSES_ROOT -> AllFilesystemObjects -> shellex -> ContextMenuHandlers এ যান।
৩। বাম দিকের প্যান থেকে “ContextMenuHandlers” এ রাইট ক্লিক করে New>Key সিলেক্ট করুন।
৪। নাম দিন “Copy To Folder”।
৫। Copy To Folder হাইলাইট করে ডান দিকের প্যান থেকে “Default” কী তে ডাবল ক্লিক করুন ও ভ্যালু দিনঃ
{C2FBB630-2971-11D1-A18C-00C04FD75D13}
৬। পুণরায় “ContextMenuHandlers” তে রাইট ক্লিক করুন এবং “New>Key” সিলেক্ট করুন। নাম দিন “Move To Folder” ।
৭। Move To Folder সিলেক্ট করে “Default” কী তে ডাবল ক্লিক করুন ও ভ্যালু দিনঃ
{C2FBB631-2971-11D1-A18C-00C04FD75D13}
৯। রেজিস্ট্রি এডিটর ক্লোজ করুন।
এরপর যেকোন ফাইল বা ফোল্ডারে রাইট ক্লিক করলে অপশন দুটি পাবেন।

তথ্য সংগ্রহঃ লিংক

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন