মজিলা ওয়েব ব্রাউজারে ছোট্ট একটি এডঅন দিয়ে এখন আপনি সহজেই বাংলা বানান যাচাই করতে পারবেন। এডঅন’টি সক্রিয় থাকাকালে ওয়েবসাইটে লিখার সময় শব্দে ভুল হলে সতর্কমূলক সংকেত পাবেন এবং যে শব্দ’টি ভুল হয়েছে তার নিচে লাল দাগ পড়বে। এখন আর বানান নিয়ে দ্বিধা-দন্দ থাকবে না
নিচিন্তে লিখে যান।

এডঅন’টি ইন্সটল করার পর Restart Firefox-এ ক্লিক করুন।
এবার আপনার ব্রাউজার থেকে ওয়েবসাইট, ব্লগ, মেইল ইত্যাদি তে লিখার সময় অভিভাধন’টি চালু করতে হলে মাউসের ডান প্বার্শে ক্লিক করুন এবং Language থেকে Bangla (Bangladesh) নির্বাচন করুন। ভুল শব্দের নিচে লাল দাগ দেখানো শব্দগুলো ঠিক করতে শব্দের শেষে মাউসের ডান প্বার্শে ক্লিক করুন এবং তারপর দেখতে পাবেন যে শব্দ’টি লিখতে চাইছেন তার কাছাকাছি শব্দগুলো দেখাবে।


এডঅন’টি মাত্র ৩৫৫ কিলোবাইটের।
নিচের লিঙ্ক থেকে এডঅন’টি আপনার ব্রাউজারে এডকরে নিন।

এবার আপনার ব্রাউজার থেকে ওয়েবসাইট, ব্লগ, মেইল ইত্যাদি তে লিখার সময় অভিভাধন’টি চালু করতে হলে মাউসের ডান প্বার্শে ক্লিক করুন এবং Language থেকে Bangla (Bangladesh) নির্বাচন করুন। ভুল শব্দের নিচে লাল দাগ দেখানো শব্দগুলো ঠিক করতে শব্দের শেষে মাউসের ডান প্বার্শে ক্লিক করুন এবং তারপর দেখতে পাবেন যে শব্দ’টি লিখতে চাইছেন তার কাছাকাছি শব্দগুলো দেখাবে।
• ছোট্ট একটি সফটয়্যার দিয়ে সহজেই শব্দের বানান যাচাই করে নিন !!!
নেয়া হয়েছেঃ http://techtunes.com.bd/internet/tune-id/21735/