রবিবার, ৩০ জানুয়ারী, ২০১১

মজিলা ফায়ারফক্স ব্রাউজারে বাংলা বানান যাচাই করুন, জোসস্ একটি এডঅন (Bengali Dictionary) দিয়ে।

মজিলা ওয়েব ব্রাউজারে ছোট্ট একটি এডঅন দিয়ে এখন আপনি সহজেই বাংলা বানান যাচাই করতে পারবেন। এডঅন’টি সক্রিয় থাকাকালে ওয়েবসাইটে লিখার সময় শব্দে ভুল হলে সতর্কমূলক সংকেত পাবেন এবং যে শব্দ’টি ভুল হয়েছে তার নিচে লাল দাগ পড়বে। এখন আর বানান নিয়ে দ্বিধা-দন্দ থাকবে না icon wink ● মজিলা ফায়ারফক্স ব্রাউজারে বাংলা বানান যাচাই করুন, জোসস্ একটি এডঅন (Bengali Dictionary) দিয়ে। | Techtunes নিচিন্তে লিখে যান।
must have firefox add ons ● মজিলা ফায়ারফক্স ব্রাউজারে বাংলা বানান যাচাই করুন, জোসস্ একটি এডঅন (Bengali Dictionary) দিয়ে। | Techtunes
এডঅন’টি মাত্র ৩৫৫ কিলোবাইটের।
নিচের লিঙ্ক থেকে এডঅন’টি আপনার ব্রাউজারে এডকরে নিন।
Bangla Dir ● মজিলা ফায়ারফক্স ব্রাউজারে বাংলা বানান যাচাই করুন, জোসস্ একটি এডঅন (Bengali Dictionary) দিয়ে। | Techtunes
এডঅন’টি ইন্সটল করার পর Restart Firefox-এ ক্লিক করুন।
এবার আপনার ব্রাউজার থেকে ওয়েবসাইট, ব্লগ, মেইল ইত্যাদি তে লিখার সময় অভিভাধন’টি চালু করতে হলে  মাউসের ডান প্বার্শে ক্লিক করুন এবং Language থেকে Bangla (Bangladesh) নির্বাচন করুন। ভুল শব্দের নিচে লাল দাগ দেখানো শব্দগুলো ঠিক করতে শব্দের শেষে মাউসের ডান প্বার্শে ক্লিক করুন এবং তারপর দেখতে পাবেন যে শব্দ’টি লিখতে চাইছেন তার কাছাকাছি শব্দগুলো দেখাবে।

• ছোট্ট একটি সফটয়্যার দিয়ে সহজেই শব্দের বানান যাচাই করে নিন !!!



নেয়া হয়েছেঃ http://techtunes.com.bd/internet/tune-id/21735/

এবার ই-মেইল পাঠান খুব সহজে… আপনার মেইলে সাইন-ইন করা ছাড়াই!!! (কি বিশ্বাস হচ্ছে না??)

আমাদের প্রায়ই মেইল করার প্রয়োজন হয় কিন্তু সবসময় মেইল করার আগে সাইন-ইন করাটা জামেলার এবং সময় নষ্ট। এখন আপনি খুব সহজেই মেইল করতে পারবেন, আপনার ই-মেইল আইডি ব্যাবহার না করেই খুব কম সময়ে…  আনলিমিটেড মেইল পাঠান জামেলা বিহীন।

iStock 000008933255XSmall ● এবার ই মেইল পাঠান খুব সহজে... আপনার মেইলে সাইন ইন করা ছাড়াই!!! (কি বিশ্বাস হচ্ছে না??) | Techtunes

> eNote.com সাইট’টি দ্বারা আপনি খুব সহজেই কাজ’টি সম্পাদন করতে পারবেন।

download ● এবার ই মেইল পাঠান খুব সহজে... আপনার মেইলে সাইন ইন করা ছাড়াই!!! (কি বিশ্বাস হচ্ছে না??) | Techtunes
> এখানে < ক্লিক করে চলে যান মেইল পাঠানোর পেজ’টি-তে।
এর জন্য আপনাকে কোন প্রকার রেজিষ্ট্রেশন করতে হবে না শুধু মাত্র এক ক্লিকে ওয়েব সাইট’টিতে প্রবেশ করুন এবং আপনার বার্তা লিখে যার কাছে মেইল করতে চান তার ই-মেইল আইডি’টি Send To -তে দিয়ে দিন। সাইট’টি দ্বারা খুব দ্রুত মেইল পাঠানো সম্ভব কোন প্রকার জামেলা ছাড়াই।
আপনি যাচাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে এবং কাজে আসবে।

নেয়া হয়েছেঃ http://techtunes.com.bd/tips-and-tricks/tune-id/21612/

কম্পিউটার “হ্যাং” করা সমস্যা থেকে মুক্তি নিন সহজেই !!! (ছোট্ট একটি টিপস্)

অনেক সময় এমন হয় আপনি কম্পিউটারে কাজ করছেন দেখা গেল হঠাৎ করে কম্পিউটারের প্রোগ্রাম’টি থেমে গেছে কাজ করছে না। যাকে বলা হয় হ্যাং হয়ে যাওয়া। ম্যাসেজ দেখায় Not Responding তারপর আর কোন উপায় থাকে না বাধ্যতামূলক হ্যাং হওয়া প্রোগামটি বন্ধ করতেই হবে।

not responding ● কম্পিউটার হ্যাং করা সমস্যা থেকে মুক্তি নিন সহজেই !!! (ছোট্ট একটি টিপস্) | Techtunes

এটা সবার কাছেই চরম বিরক্তিকর। আজই মুক্তি নিন এই বিরক্তকর জামেলা থেকে।

computer.frustration main Full ● কম্পিউটার হ্যাং করা সমস্যা থেকে মুক্তি নিন সহজেই !!! (ছোট্ট একটি টিপস্) | Techtunes

এর জন্য প্রথমে আপনাকে Start > Run (Winkey + R) থেকে regedit লিখে Enter চাপুন। তারপর HKEY_CURRENT_USER > Control Panel > Desktop এ যান।
এবার ডানপার্শ্বের AutoEndTask অপশনে ডাবল ক্লিক করুন এবং এখানে Value data হিসাবে 0-এর পরিবর্তে 1 লিখুন। OK দিয়ে বের হয়ে আসুন।
ব্যাস হয়ে গেল… এখন আর হ্যাং হবে না।

নেয়া হয়েছেঃ http://techtunes.com.bd/tips-and-tricks/tune-id/21739/

গুগল সাইট’কে কিভাবে ক্যালকুলেটর হিসেবে ব্যাবহার করবেন? ক্যালকুলেট করুন সবকিছু খুব সহজেই !!!

googleyeyes • দেখে নিন গুগল সাইটকে কিভাবে ক্যালকুলেটর হিসেবে ব্যাবহার করবেন? ক্যালকুলেট করুন সবকিছু খুব সহজেই !!! | Techtunes
আজ দারুন একটি টিপস্‌ জেনে নিন ”কিভাবে গুগল কে ক্যালকুলেটর হিসেবে ব্যবহার করবেন”। আমারা অনেকের ওয়েব ব্রাউজারে গুগলকে হোমপেজ হিসেবে ব্যবহার করে থাকি। কোন কিছু খোজার প্রয়োজন হলেই গুগলে সার্চ করি। কিন্তু হঠাৎ করে যখন কোন কিছু ক্যালকুলেট করার প্রয়োজন হয় তখন উন্ডোজের ক্যালকুলেটর খুলতে হয় আবার দেখা যায় সেটা দিয়ে আপনি অনেক কিছুই হিসেব করতে পারছেন না। এবার আর চিন্তা নেই গুগলের সার্চ বক্স দ্বারাই আপনি যে কোন কিছু  করতে পারবেন এক ক্লিকেই ।

Basic calculations :-

googlecalcbasic thumb • দেখে নিন গুগল সাইটকে কিভাবে ক্যালকুলেটর হিসেবে ব্যাবহার করবেন? ক্যালকুলেট করুন সবকিছু খুব সহজেই !!! | Techtunes
ক্যালকুলেশন করার জন্য বিভিন্ন ধরনের ধাপ আছে। তার মাঝে সংখ্যা দ্বারা যোগ, বিয়োগ, গুন, ভাগ ইত্যাদির ব্যবহার বেশি হয়ে থাকে। গুগল দ্বার ক্যালকুলেশন করার জন্য প্রথমে Google সাইটে প্রবেশ করুন। যদি যোগ করতে চান তবে সার্চ বক্সে  1+1  (উদাহরন স্বরূপ) এন্টার চাপুন। এভাবে বিয়োগ করার জন্য (1-1), গুন করার জন্য (1*1), ভাগ করার জন্য (1/1) লিখে এন্টার চাপুন এবং তার ফলফল দেখতে পাবেন।
Operator Function Example
+ addition 3+44
- subtraction 13-5
* multiplication 7*8
/ division 12/3
^ exponentiation (raise to a power of) 8^2
% modulo (finds the remainder after division) 8%7
choose X choose Y determines the number of ways of choosing a set of Y elements from a set of X elements 18 choose 4
th root of calculates the nth root of a number 5th root of 32
% of X % of Y computes X percent of Y 20% of 150

Conversion :-

googleconversion thumb • দেখে নিন গুগল সাইটকে কিভাবে ক্যালকুলেটর হিসেবে ব্যাবহার করবেন? ক্যালকুলেট করুন সবকিছু খুব সহজেই !!! | Techtunes
ইচ্ছে করলে আপনি গুগল ক্যালকুলেটর দ্বারা আরো তথ্য জেনে নিতে পারবেন। যেমন কত মাইলে কত কিলোমিটার। কত mb তে কত  kb। উদাহরন:- 700 Mb in kb লিখে এন্টার দিন তারপরই রেজাল্ট পেয়ে যাবেন।
googlecurrency thumb • দেখে নিন গুগল সাইটকে কিভাবে ক্যালকুলেটর হিসেবে ব্যাবহার করবেন? ক্যালকুলেট করুন সবকিছু খুব সহজেই !!! | Techtunes
এছাড়া আপনি বিভিন্ন দেশের মুদ্রা’কে কনর্ভাট করে দেখতে পাবেন খুব সহজেই। যেমন ৫০০ USD কত CDN হয় তা কনর্ভাট করতে পারবেন। উদাহরন :- 500 usd in cdn লিখে এন্টার চাপুন তারপরই তার রেজাল্ট দেখাবে।
এছাড়া গুগল ক্যালকুলেটর সম্পর্কে আরো বিস্তারিত জানতে Google calculator page ভিজিট করতে পারেন।
* গুগলের দারুন সব সুবিধা সম্পন্ন সেবা সমূহ পেতে google.features পেজ’টি দেখতে পারেন।

নেয়া হয়েছেঃ http://techtunes.com.bd/internet/tune-id/22169/

ক্রোম এবং ফায়ারফক্সের এড-অন দিয়ে অনলাইনে দেখুন বিশ্বের 2,780 টি’র বেশী LIVE TV চ্যানেল !

অনলাইনে দেখুন বিশ্বের অনেক দেশের ২৭৮০ টি’র বেশী লাইভ চ্যানেল ছোট্ট একটি এক্সটেনশন দিয়ে।এর জন্য গুগল ক্রোম এবং মজিলা ফায়ারফক্সের জন্য আলাদা দু’টি এড-অন এড করত হবে আপনার ব্রাউজারে। সাথে বাংলা চ্যানেল তো আছেই… দেশ এবং ক্যাটাগরি দু’টি অপশন আছে এবং সুন্দর করে শ্রেনীবদ্ধ করা আছে চ্যানেলগুলো।

গুগল ক্রোম ইউজারদের জন্য :-

 ● ক্রোম এবং ফায়ারফক্সের এড অন দিয়ে অনলাইনে দেখুন বিশ্বের 2,780 টির বেশী LIVE TV চ্যানেল ! | Techtunes
Download TV Chrome Google Chrome Extension from here

এক্সটেনশন’টি আপনার ব্রাউজারে এড হবার পর। ব্রাউজার’টি রি-স্টার্ট করুন এবং এক্সটেনশনে ক্লিক করার দেশ অথবা ক্যাটাগরী অনুসারে চ্যানেল নিবার্চন করার পর নতুন একটি উইন্ডো আসবে। তবে একটি  কথা মনে রাখবেন উন্ডোজ মিডিয়া প্লেয়ারের একটি প্লাগইন অবশ্যয় আপনার কম্পিউটারে ইন্সটল করা থাকতে হবে। যদি প্লাগইন’টি না থাকে তবে windows-media-player-plugin-download এখান থেকে ডাউনলোড করে নিন।

মজিলা ফায়ারফক্স ইউজারদের জন্য:-

tvfox1 ● ক্রোম এবং ফায়ারফক্সের এড অন দিয়ে অনলাইনে দেখুন বিশ্বের 2,780 টির বেশী LIVE TV চ্যানেল ! | Techtunes
পেজ’টিতে প্রবেশ করে ফায়ারফক্স ব্রাউজারে এডঅন’টি এড করে নিন। এখানেও দেশ এবং ক্যাটাগরী হিসেবে চ্যানেলের তালিকা পাবেন। এডঅনটি ইন্সটল করার পর যদি মিডিয়া প্লেয়ারের প্লাগিন প্রয়োজন হয় তবে windows-media-player-plugin-download এখান থেকে ডাউনলোড করে নিন।
তবে মনে রাখবেন আপনার নেটের স্পিড যত ভালো হবে তত উপভোগ করতে পারবেন। সবাই ভালো থাকবেন।



নেয়া হয়েছেঃ http://techtunes.com.bd/internet/tune-id/22104/

আপনার ফোল্ডারের ব্যাকগ্রাউন্ড ইমেজ বদলে দিন !!! ফোল্ডার ব্যকগ্রাউন্ডে ব্যবহার করুন আপনার ইচ্ছেমত ইমেজ…

ছোট্ট একটি সফটয়্যার দিয়ে আপনি চাইলেই আমার কম্পিউটারের ফোল্ডারে ব্যাকগ্রাউন্ড ইমেজ বসাতে পারেন। আপনার পছন্দমত ইমেজ ফোল্ডারের ব্যাকগ্রাউন্ডে বসিয়ে আরো আকর্ষনীয়, দৃষ্টি নন্দন করে তুলতে পারেন আপনার কম্পিউটারকে। তবে মনে রাখবেন সফটয়্যারটি উন্ডোজ এক্সপি’তে কাজ করবে।

eqce8m ● আপনার ফোল্ডারের ব্যাকগ্রাউন্ড ইমেজ বদলে দিন !!! ফোল্ডার ব্যকগ্রাউন্ডে ব্যবহার করুন আপনার ইচ্ছেমত ইমেজ... | Techtunes
folder background 02 ● আপনার ফোল্ডারের ব্যাকগ্রাউন্ড ইমেজ বদলে দিন !!! ফোল্ডার ব্যকগ্রাউন্ডে ব্যবহার করুন আপনার ইচ্ছেমত ইমেজ... | Techtunes
do0tqg ● আপনার ফোল্ডারের ব্যাকগ্রাউন্ড ইমেজ বদলে দিন !!! ফোল্ডার ব্যকগ্রাউন্ডে ব্যবহার করুন আপনার ইচ্ছেমত ইমেজ... | Techtunes

ফোল্ডারের ব্যাকগ্রাউন্ডে ইমেজ ব্যবহার করতে ৩টি অপশন পাবেন :-

  • নিচের লিঙ্ক থেকে সফটয়্যারটি ডাউনলোড এবং ইন্সটলের পর সফটয়্যারটি দ্বারা প্রথমে ফোল্ডার’টি সিলেক্ট করুন।
  • তারপর পছন্দমত ইমেজ সিলেক্ট করুন।
  • সর্বশেষে এ্যাপ্লাই করে দিন।
ব্যাস হয়ে গেল। আশা রাখি আমার  মিনি টিউন’টি আপনাদের কাজে আসবে। ধন্যবাদ সবাইকে…
loading4249882 ● আপনার ফোল্ডারের ব্যাকগ্রাউন্ড ইমেজ বদলে দিন !!! ফোল্ডার ব্যকগ্রাউন্ডে ব্যবহার করুন আপনার ইচ্ছেমত ইমেজ... | Techtunes
241l9v8 ● আপনার ফোল্ডারের ব্যাকগ্রাউন্ড ইমেজ বদলে দিন !!! ফোল্ডার ব্যকগ্রাউন্ডে ব্যবহার করুন আপনার ইচ্ছেমত ইমেজ... | Techtunes

Change Folder background

2.2 mb সফটয়্যার’টি এক্ষুনি নামিয়ে নিন। সবাই ভালো থাকবেন।


নেয়া হয়েছেঃ http://techtunes.com.bd/open-source/tune-id/22281/

বাংলা’য় জনপ্রিয় সব লেখকদের বই ডাউনলোড করুন …

আজকের টিউন’টি দ্বারা আপনাদের উপহার দিব বাংলা’য় জনপ্র্রিয় লেখকদের PDF আকারের বইয়ের লিঙ্ক। অধিকাংশ বই গুলো তুমূল জনপ্রিয় বাংলা সাহিত্যে। আর বইয়ের লেখকরা সমৃদ্ধ করেছে বাংলা সাহিত্য কে তাদের লেখা বইগুলো দিয়ে। জনপ্রিয় লেখকদের বই ছাড়াও আরো কিছু ভাল বইয়ের ডাউনলোড লিঙ্ক দিব।

নিচের তালিকা থেকে আপনার পছন্দের বইগুলো এক্ষুনি নামিয়ে নিন :-


yellowball26534 ● চলুন ঘুরে আসি বাংলা বইয়ের সমাজ্য থেকে !!! বাংলায় জনপ্রিয় সব লেখকদের বই ডাউনলোড করুন ... | Techtunes
তো আর দেরি কেন? এক্ষুনী নামিয়ে নিন আপনার প্রিয় বই’টি। লিঙ্কগুলো ফোল্ডার আকারে দেয়া। লিঙ্কে ক্লিক করে esnips সাইটি’তে প্রবেশ করুন এবং তারপর বইগুলোর তালিকা পাবেন। বই গুলোর লিঙ্ক বাংলা ই-লাইব্রেরী থেকে নেয়া।


নেয়া হয়েছেঃ http://techtunes.com.bd/download/tune-id/22264/

আপনার কম্পিউটারে সময় কত? বাংলায় বলে দেবে “বাংলা ভয়েস ক্লক” !!!


clock ● আপনার কম্পিউটারে সময় কত? বাংলায় বলে দেবে বাংলা ভয়েস ক্লক !!! | Techtunes
আজকের টিউন’টি করেছি জনপ্রিয় একটি বাংলা সফটয়্যার দিয়ে যার সাথে হয়তো অনেকই পরিচিত। সফটয়্যারটি হলো ” বাংলা ভয়েস ক্লক “। মাত্র 900 kb ছোট্ট এই সফটয়্যার’টি দ্বারা আপনি আপনার কম্পিউটারের সময় কত তা স্বয়ংক্রীয় ভাবে শুনতে পারবেন। প্রতি ১৫ মিনিট পর পর স্বয়ংক্রীয় ভাবে আপনার কম্পিউটার বাংলায় বলে দেবে সময় কত। ইচ্ছে করলে নিজে সময় সেট করে নিতে পারেন ১৫/৩০/৬০ মিনিট এভাবে। এছাড়া আপনার ভয়েসও সেট করতে পারবেন… এর্লাম সেট করার ব্যবস্থা আছে।
face2 ● আপনার কম্পিউটারে সময় কত? বাংলায় বলে দেবে বাংলা ভয়েস ক্লক !!! | Techtunes
Image23 ● আপনার কম্পিউটারে সময় কত? বাংলায় বলে দেবে বাংলা ভয়েস ক্লক !!! | Techtunes
সময়মত পাচ ওয়াক্ত আজান দিয়েও শোনাবে ছোট্ট সফটয়্যার’টি তার জন্য আপনাকে সময় সেট করে নিতে হবে। নিচের লিঙ্ক থেকে
npniftjpg ● আপনার কম্পিউটারে সময় কত? বাংলায় বলে দেবে বাংলা ভয়েস ক্লক !!! | Techtunes
349e3at ● আপনার কম্পিউটারে সময় কত? বাংলায় বলে দেবে বাংলা ভয়েস ক্লক !!! | Techtunes
এক ক্লিকে Bangla Voice Clock নামিয়ে নিন।

সফটয়্যার’টি সম্পর্কে আরো বিস্তারিত জানতে “ Bangla Voice Clock – Home page ” টি ভিজিট করতে পারেন। সফটয়্যার’টি পুরোন আমি উন্ডোজ ভিসতা’তে ব্যবহার করে দেখেছি কাজ করে উন্ডোজ সেভেনের কথা বলতে পারছি না icon sad ● আপনার কম্পিউটারে সময় কত? বাংলায় বলে দেবে বাংলা ভয়েস ক্লক !!! | Techtunes



নেয়া হয়েছেঃ http://techtunes.com.bd/download/tune-id/22599/

মাইক্রোসফটের জেনুইন সিরিয়াল কী !!! এক্ষুনি সংগ্রহ করুন… (আপডেট)


799 ● মাইক্রোসফটের জেনুইন সিরিয়াল কী !!! এক্ষুনি সংগ্রহ করুন... (আপডেট) | Techtunes
আশাকরি সবাই ভালো আছেন। আজকে আপনাদের এই টিউন দ্বারা মাইক্রোসফটের জেনুইন কিছু সিরিয়াল কী দিবো যা আপনাদের কাজে আসবে। মাইক্রোসফট প্রডাক্টের জেনুইন কী খুজে পাওয়া অনেক কঠিন একটি কাজ তাই ভাবলাম সিরিয়াল কী গুলো আপনাদের সাথে শেয়ার করি যেন আপনাদের কাজে আসে।

নিচে মাইক্রোসফট প্রডাক্টের সিরিয়াল কী গুলোর সংক্ষিপ্ত লিষ্ট :-

  • Microsoft VS.NET final retail version Pro/enterprise or architect
  • Windows XP Corp vlk(Volume License Key) own build 2600 windows professional final build
  • Windows XP PRO build 2600 or XP pro 2600 evaluation
  • Windows XP Home Build 2600 or down toBuild 2542 or will work on XP home evaluation
  • Windows Office XP Pro/plus
  • Windows Visio XP Pro 2002
  • Windows XP Professional, OEM-DELL or Patched
  • Windows XP Home Edition, OEM or Patched
  • 2600 dell oem ,eval Original Product Key
  • Recompiled Product Key
  • Microsoft windows XP build 2542 keys
  • Microsoft Windows whistler XP Beta 2
  • Microsoft Office XP Developer and update
  • Microsoft Office XP Release to Manufacturers O can also be used onoffice CORP key (RTM
  • Microsoft Office XP Beta 2
  • Microsoft Office XP Release Candidate 1(RC1)
  • Microsoft Office XP Enterprise Edition
  • Microsoft Office Visio Professional,Technical
  • Microsoft Office Visio Standard CD Keys
  • Microsoft Visio Standard Serials
  • Microsoft Office Visio EE (Enterprise Edition)
  • Microsoft Windows 2000 Pro SP2
  • Windows 2000 Pro Retail final
  • Microsoft Windows 2000 Professional
  • Windows 2000 Professional RC3
  • Windows 2000 Pro ISO RC2 CD KEY
  • Microsoft Windows 2000 Server
  • Windows 2000 Server Service Pack 1 Retail
  • Microsoft Windows 2000 Advanced Server MultiLanguage version
  • Windows 2000 Advanced Server Final
  • Microsoft Office 2000 Professional, Premium,International
  • Microsoft Office 2000 Small Business Edition
  • Microsoft Office 2000 Standard
  • Microsoft Office 2000 Upgrade to Professional
  • Microsoft Word 2000
  • Microsoft Front Page 2000
  • Microsoft Publisher 2000
  • Microsoft Project 2000
  • Microsoft Exchange Server 2000
  • MS Visio 2000 Enterprise Edition
  • Windows Access Menu
  • Windows CE Toolkit for Visual Basic & C++
  • Windows Millennium UK OEM
  • Windows Millennium Developers Edition
  • Microsoft Windows Millennium ME
  • Microsoft Windows Millennium ME Upgrade
  • Windows Millennium ME Pro
  • Windows ME Update pack
  • Windows Millennium ME Upgrade
  • Microsoft Windows NT Workstation
  • Generic Microsoft 9x:NT:VB cd-Keys
  • Windows 98 SE(Upgrade)only
  • Windows 98 BOXED RETAIL FULL INSTALL
  • Windows 98 BOXED RETAIL
  • Windows 98 FINAL(Upgrade)
  • Microsoft Windows 98 first edition
  • Microsoft Windows 98 Second Edition
  • Works Suite Companion 99-Works 4.5
  • Microsoft Office 97 CD Keys
  • Microsoft Office 97 Serials
  • Microsoft Windows 95
  • Windows XP Media Center Edition 2008 OEM SP3
  • Microsoft Expression Web Expressions 2007
  • Microsoft Office Home and Student 2007
  • Microsoft Office Standard 2007
  • Microsoft Office Small Business 2007
  • Microsoft Office Professional Plus 2007
  • Microsoft Office Enterprise 2007
  • Microsoft Office Ultimate 2007
  • Windows Vista Business / Home Basic / Home Premium /Ultimate / Enterprise
  • WINDOWS XP Home Edition / Media Center Edition / Professional Edition / Professional / Professional x64 Edition / Tablet PC Edition
  • WINDOWS 2000
  • MICROSOFT OFFICE + FRONT PAGE
  • Microsoft Office 2007 & more ….
এখানে যে প্রডাক্টগুলোর সিরিয়াল কী পাবেন তার সংক্ষিত লিষ্ট দেয়া হলো। নিচের লিঙ্কে ক্লিক করে সিরিয়াল কী গুলো দেখে নিন …..
click ● মাইক্রোসফটের জেনুইন সিরিয়াল কী !!! এক্ষুনি সংগ্রহ করুন... (আপডেট) | Techtunes

Microsoft-genuine-licence-keys

লিঙ্ক’টিতে ক্লিক করে সম্পূর্ন সিরিয়াল কী লিষ্ট দেখে নিন অথবা ডাউনলোড করতে পারেন (ডাউনলোড সিরিয়াল কী) এখানে ক্লিক করে।


নেয়া হয়েছেঃ http://techtunes.com.bd/roundup/tune-id/22535/

100 মেগাবাইটের যেকোন ফাইল মেইল করুন খুব সহজে !!! আপনার বন্ধুর ইমেইল আইডি’তে বা আপনার ফেইসবুকের বন্ধুদের…

একটা ফাটাফাটি খবর!!!

“ এখন খুব সহজেই আপনি সবোর্চ্চ ১০০ মেগাবাইটের ফাইল মেইল করতে পারবেন যেকোন ইমেইল আইডি’তে এবং আপনার ফেইসবুকের বন্ধুদের কাছে

যারা ইন্টারনেট ব্যবহার করে তাদের প্রায় সবারি ইয়াহু, জি-মেইল ইত্যাদিতে ইমেইল একাউন্ট আছে কিন্তু যখন আপনার বন্ধুদের কাছে বড় ফাইল পাঠাতে চান তখন পড়তে হয় বিপদে। আজকের টিউন’টি দ্বারা আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন। কিছু দিন আগে টিউন করেছিলাম কিভাবে আপনার ইমেইল সাইন-ইন করা ছাড়ায় মেইল করা যায় (এবার ই-মেইল পাঠান খুব সহজে… আপনার মেইলে সাইন-ইন করা ছাড়াই!!!) কিন্তু সেখানে শুধু টেক্সট ম্যাসেজ পাঠানো যেতো এবার টেক্সট ম্যাসেজ এবং বড় সাইজের ফাইল সবই পাঠানো যাবে। আপনি দু’টি পদ্ধতিতে মেইল পাঠাতে পারবেন। একটি হলো ফেইসবুক এ্যাপ্লিকেশন ব্যবহার করে এবং অন্যটি হলো অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে।

ফেইসবুকের এ্যাপ্লিকেশন দ্বারা ফাইল পাঠানো :-

সর্বপ্রথম ফেইসবুকে লগইন করুন এবং তারপর Sendfiles এ্যাপ্লিকেশন’টিতে প্রবেশ করুন। যদি আপনি আপনার ফেইসবুক ফ্রেন্ডদের ফাইল পাঠাতে চান তবে এ্যাপ্লিকেশন’টিতে প্রবেশ করার পর তার ডানপ্বার্শে আপনার ফেইসবুক ফ্রেন্ডলিষ্ট দেখাবে সেখান থেকে ফ্রেন্ড সিলেক্ট করুন। সবোর্চ্চ ১০ জন ফেইসবুক ফ্রেন্ডকে একসাথে ফাইল পাঠাতে পারবেন। এছাড়া আপনি যদি ফ্রেন্ডের ইমেইলে মেইল পাঠাতে চান তবে Send to any email address প্বার্শের ঘরে টিক দিয়ে ইমেইল আইডি লিখে দিন। তারপর Choose File এ ক্লিক করে ফাইল টি নির্বাচন করুন, ম্যাসেজ লিখুন এবং Send it বাটনে ক্লিক করে পাঠিয়ে দিন।
aruna notification ● 100 মেগাবাইটের যেকোন ফাইল মেইল করুন খুব সহজে !!! আপনার বন্ধুর ইমেইল আইডিতে বা আপনার ফেইসবুকের বন্ধুদের... | Techtunes
ফাইলটি পাঠানোর পর আপনার ফ্রেন্ডের কাছে একটি নটিফিকেশন দেয়া হবে এবং সাথে একটি ডাউনলোড লিঙ্ক দেয়া হবে।
ডাউনলোড লিঙ্কটিতে প্রবেশ করে ফাইল’টি ডাউন করা যাবে খুব সহজেই।


 

GoAruna ওয়েবসাইট দ্বারা ফাইল পাঠানো :-

প্রথমে goaruna.com প্রবেশ করুন। To-তে ইমেল আইডি লিখে Choose File এ ক্লিক করে ফাইল নির্বাচন করুন। এবং আপনার বার্তা যোগ করার পর পাঠিয়ে দিন আপনার কাঙ্খিত মেইল আইডি’তে। তবে মনে রাখবেন সাইট থেকে শুধু ইমেইল আইডি’তে মেইল পাঠাতে পারবেন ফেইসবুকের ফ্রেন্ড’দের পাঠানোর ব্যবস্থা নেই icon sad ● 100 মেগাবাইটের যেকোন ফাইল মেইল করুন খুব সহজে !!! আপনার বন্ধুর ইমেইল আইডিতে বা আপনার ফেইসবুকের বন্ধুদের... | Techtunes
সাইটি’তে আপনি Singup করা ছাড়ায় কাজ গুলো করতে পারবেন তবে আপনি যদি রেজিষ্টেশন করে থাকেন তবে আরো সুবিধা পাবেন। আপলোড করা ফাইলগুলো সেভ হয়ে থাকবে। সেন্ড করা ম্যাসেজ গুলো দেখতে পারবেন এবং আপনার প্রয়োজনীয় ই-মেইল আইডিগুলো সেভ করে রাখতে পারবেন।

কম সময়ে সাইটি’র সর্বোচ্চ ব্যাবহারের জন্য আপনি নিচের টুলস্ গুলো ব্যবহার করতে পারেন :-

 ● 100 মেগাবাইটের যেকোন ফাইল মেইল করুন খুব সহজে !!! আপনার বন্ধুর ইমেইল আইডিতে বা আপনার ফেইসবুকের বন্ধুদের... | Techtunes
আশা করি টিউন’টি আপনাদের কাজে আসবে। সাইটি আমার খুব ভালো লাগে এবং এটি আমি বেশ কিছু দিন ধরে ব্যবহার করছি। সাইটি কে দশের ভেতের ১০ দেয়া যায় icon smile ● 100 মেগাবাইটের যেকোন ফাইল মেইল করুন খুব সহজে !!! আপনার বন্ধুর ইমেইল আইডিতে বা আপনার ফেইসবুকের বন্ধুদের... | Techtunes আপনারা ব্যবহার করে দেখতে পারেন ভালো লাগবে….


নেয়া হয়েছেঃ http://techtunes.com.bd/internet/tune-id/22502/

ডাউনলোড করুন উইন্ডোজ XP’র জন্য কিছু জোসসস্ থিম !!!

আজ এই টিউন’টি দ্বারা আপনাদের জন্য উইন্ডোজ XP’র কিছু থিম। এগুলো আকারে খুবই ছোট। থিমগুলো দিয়ে সাজিয়ে নিতে পারেন আপনার কম্পিউটারকে এবং দৃষ্টি নন্দন করে তুলতে পারেন।

Ultimate Visual Styles :-

65077 ● ডাউনলোড করুন উইন্ডোজ XPর জন্য কিছু জোসসস্ থিম !!! | Techtunes
Download file
(.rar, 3.5 MB)

Forman Suite :-

73825 ● ডাউনলোড করুন উইন্ডোজ XPর জন্য কিছু জোসসস্ থিম !!! | Techtunes
Download file
(.rar, 707.6 KB)

DreddfulXP :-

23821 ● ডাউনলোড করুন উইন্ডোজ XPর জন্য কিছু জোসসস্ থিম !!! | Techtunes
Download file
(.zip, 263.2 KB)

Windows 7  V3 :-

64107 ● ডাউনলোড করুন উইন্ডোজ XPর জন্য কিছু জোসসস্ থিম !!! | Techtunes
Download file
(.rar, 696.8 KB)

Tablet vs :-

25756 ● ডাউনলোড করুন উইন্ডোজ XPর জন্য কিছু জোসসস্ থিম !!! | Techtunes
Download file
(.zip, 605.7 KB)

Paint It Black :-

74293 ● ডাউনলোড করুন উইন্ডোজ XPর জন্য কিছু জোসসস্ থিম !!! | Techtunes
Download file
(.exe, 163.2 KB)

SevenVG RTM Theme for Windows XP :-

67587 ● ডাউনলোড করুন উইন্ডোজ XPর জন্য কিছু জোসসস্ থিম !!! | Techtunes
Download file
(.zip, 6.5 MB)

ESHOCK Frozen Tech :-

23736 ● ডাউনলোড করুন উইন্ডোজ XPর জন্য কিছু জোসসস্ থিম !!! | Techtunes
Download file
(.zip, 627.7 KB)

Vista Themes And Applications For XP :-

66970 ● ডাউনলোড করুন উইন্ডোজ XPর জন্য কিছু জোসসস্ থিম !!! | Techtunes
Download file
(.zip, 12.7 MB)

Abraxis :-

36203 ● ডাউনলোড করুন উইন্ডোজ XPর জন্য কিছু জোসসস্ থিম !!! | Techtunes
(.zip, 771.6 KB)
————————————————————————————————————————————————–
আরো থিম ডাউনলোড করার জন্য customize.org সাইটি ভিজিট করতে পারেন এবং নামিয়ে নিতে পারেন পছন্দের সব থিম আরো অনেক কিছু… থিম গুলো ডাউনলোড করার ক্ষেত্রে তেমন সমস্যা হবে না আশা করি। সবাই ভালো থাকবেন………………

loading4249882 ● ডাউনলোড করুন উইন্ডোজ XPর জন্য কিছু জোসসস্ থিম !!! | Techtunes 

 

নেয়া হয়েছেঃ http://techtunes.com.bd/internet/tune-id/23179/

 

পিপস্ক্যাই অল-ইন-অল (পোর্টেবল) !!! এক সফটয়্যার দিয়েই সিডি বার্নিং, কপি, এডিও/ভিডিও এডিটিং, কনর্ভাট, রিপ…

Pepsky All-In-One ব্যবহার করেছেন কি? জোসসস্ একটি সফটয়্যার।
PepskyAll In One wm ● পিপস্ক্যাই অল ইন অল (পোর্টেবল) !!! এক সফটয়্যার দিয়েই সিডি বার্নিং, কপি, এডিও/ভিডিও এডিটিং, কনর্ভাট, রিপ... | Techtunes
একটি সফটয়্যার দিয়ে আপনি সিডি/ডিভিডি বার্নিং, কপি, অডিও ভিডিও এডিটিং, র‌্যাপিং করতে পারবেন। এছাড়া আরো যুক্ত কিছু ফাংশন পাবেন সফটয়্যার’টি-তে… মুভি মেকার, কনর্ভাটার, সিডি মেকার ইত্যাদি। সফটয়্যার’টি পোর্টেবল তাই ব্যবহার করার ক্ষেত্রে কোন প্রকার সিরিয়াল কী প্রয়োজন হবে না।
বার্নিং :- সফটয়্যার’টি দিয়ে সিডি/ডিভিডি বার্ন করতে পারবেন। ডাটা, মিউজিক, ভিডিও, ইমেজ ডিস্ক, ডিভিডি ভিডিও বার্নিং করতে পারবেন।
কপি এবং রিপার :- খুব সহজেই সিডি/ডিভিডি কপি অথবা রিপ করা যায় সফটয়্যার’টি দিয়ে। অডিও সিডি থেকে MP3, WAV, WMA, AAC, AU, AIF, APE, VOC, FLAC, M4A, OGG. ইত্যাদি ফরমেটে কনভার্ট/রিপ করা যায়। ডিভিডি থেকে MPEG-4, ASF, AVI, DivX, XviD, FLV, WMV, RMVB এবং ভিডিও থেকে MP4, iPod, iPhone, PSP, Zune, and Mobile phone ইত্যাদি ফরমেটে কনভার্ট/রিপ করতে পারবেন। এছাড়া DVD9 (8.5G) থেকে DVD 5(4.5G) এ রিপ করতে পারবেন ছবির কোয়ালিটি বজায় রেখে।
মাল্টিমিডিয়া সেন্টার :- এখানে আপনি বিভিন্ন ফরমেটে ভিডিও/অডিও কনর্ভাট করতে পারবেন। ভিডিও ফাইলকে ইচ্ছেমত কাটতে এবং জোডা লাগাতে পারবেন। নরমালাইজ এমপিথ্রি-তে আপনার এমপিথ্রি ফাইল এডিট করতে পারবেন সাউন্ড কোয়ালিটি বাড়াতে কমাতে পারবেন।
টুলস্ :- আপনি tools অপশন থেকে রি-রাইটেবল সিডি/ডিভিডি থেকে ফাইল ডিলেট করতে পারবেন এবং ডিস্ককে খালি করে রাখতে পারবেন।
আরো বেশ কিছু অপশন পাবেন যা আপনার কাজ’কে আরো সহজ এবং দ্রুত করে দেবে icon mrgreen ● পিপস্ক্যাই অল ইন অল (পোর্টেবল) !!! এক সফটয়্যার দিয়েই সিডি বার্নিং, কপি, এডিও/ভিডিও এডিটিং, কনর্ভাট, রিপ... | Techtunes icon twisted ● পিপস্ক্যাই অল ইন অল (পোর্টেবল) !!! এক সফটয়্যার দিয়েই সিডি বার্নিং, কপি, এডিও/ভিডিও এডিটিং, কনর্ভাট, রিপ... | Techtunes
সফটয়্যার’টি Windows NT4/2000/2003/XP এবং Windows Vista তে সাপোর্ট করে।
আরো বিস্তারিত জানতে সফটয়্যার’টির “Home Page”  ভিজিট করতে পারেন।
241l9v8 ● পিপস্ক্যাই অল ইন অল (পোর্টেবল) !!! এক সফটয়্যার দিয়েই সিডি বার্নিং, কপি, এডিও/ভিডিও এডিটিং, কনর্ভাট, রিপ... | Techtunes

মিডিয়াফায়ার লিঙ্ক <

loading4249882 ● পিপস্ক্যাই অল ইন অল (পোর্টেবল) !!! এক সফটয়্যার দিয়েই সিডি বার্নিং, কপি, এডিও/ভিডিও এডিটিং, কনর্ভাট, রিপ... | Techtunes
পোর্টেবল ভার্শনে Pepsky All-in-One Ver 5.1 সফটয়্যার’টি ডাউনলোড লিঙ্কে দেয়া আছে। তাই কোনপ্রকার সিরিয়াল কী’র জামেলা থাকবে না। নিশ্চিন্তে নামিয়ে নিন। icon twisted ● পিপস্ক্যাই অল ইন অল (পোর্টেবল) !!! এক সফটয়্যার দিয়েই সিডি বার্নিং, কপি, এডিও/ভিডিও এডিটিং, কনর্ভাট, রিপ... | Techtunes icon lol ● পিপস্ক্যাই অল ইন অল (পোর্টেবল) !!! এক সফটয়্যার দিয়েই সিডি বার্নিং, কপি, এডিও/ভিডিও এডিটিং, কনর্ভাট, রিপ... | Techtunes
সবাই ভালো থাকবেন।

নেয়া হয়েছেঃ http://techtunes.com.bd/download/tune-id/23090/

আপনার কম্পিউটার এবং নেটের গতি বাড়িয়ে দিতে এসে গেল Speed Up My PC 2010 (⋋▂⋌) সিরিয়াল কী’সহ সফটয়্যার’টি ডাউনলোড করুন, বাচিয়ে নিন $29.95 !!!

welcome ● আপনার কম্পিউটার এবং নেটের গতি বাড়িয়ে দিতে এসে গেল Speed Up My PC 2010 (⋋▂⋌) সিরিয়াল কীসহ সফটয়্যারটি ডাউনলোড করুন, বাচিয়ে নিন $29.95 !!! | Techtunes
আজকের টিউন’টি করেছি কম্পিউটার এবং নেটের গতি বৃদ্ধি করার জন্য একটি সফটয়্যার নিয়ে। সফটয়্যার’টি হলো “Uniblue Speed Up My PC 2010“।

sp overview w440 ● আপনার কম্পিউটার এবং নেটের গতি বাড়িয়ে দিতে এসে গেল Speed Up My PC 2010 (⋋▂⋌) সিরিয়াল কীসহ সফটয়্যারটি ডাউনলোড করুন, বাচিয়ে নিন $29.95 !!! | Techtunes

সফটয়্যার’টি দ্বারা মাত্র কয়েকটি সহজ ক্লিকে স্বয়ংক্রীয়ভাবে অপটিমাইজ করে কম্পিউটারের সবোর্চ্চ পারফমেন্স পেতে পারেন। SpeedUpMyPC এটি একটি সিস্টেম ইউটিলিটি সফটয়্যার। এর সাহায্যে সহজেই কম্পিউটারের অপ্রয়জনিয় ফাইলগুলো ডিলিট করতে পারবেন। এছাড়া র‌্যামের যত্ন নিতে পারবেন। ইন্টারনেট কানেকশন অপটিমাইজ করে গতি ইমপ্রুভ করতে পারবেন। স্টার্টআপ ম্যানেজারের মাধ্যমে উইন্ডো দ্রুত লোড হবে। আরো বেশ কিছু সুবিধা পাবেন সফটয়্যার’টি দ্বারা।
Uniblue Speed Up My PC সম্পর্কে আরো ভালো ভাবে জানতে সফটয়্যার’টির “Home Page“-টি দেখতে পারেন।
অথবা PDF ফরমেটের ম্যানুয়েল’টি সংগ্রহ করতে পারেন। Manuals (✿◠‿◠) speedupmypc ।।। সফটয়্যার’টি উন্ডোজ XP, Vista, 7 কাজ করে।

icon sp w25 bgblue ● আপনার কম্পিউটার এবং নেটের গতি বাড়িয়ে দিতে এসে গেল Speed Up My PC 2010 (⋋▂⋌) সিরিয়াল কীসহ সফটয়্যারটি ডাউনলোড করুন, বাচিয়ে নিন $29.95 !!! | Techtunes Download SpeedUpMyPC (মিডিয়া ফায়ার লিঙ্কে + সিরিয়াল কী)

সফটয়্যার’টির সাইজ মাত্র ৪.৫ মেগাবাইট। এক্ষুনি নামিয়ে নিন সিরিয়াল কী’সহ এবং বাচিয়ে নিন 29.95 US ডলার icon smile ● আপনার কম্পিউটার এবং নেটের গতি বাড়িয়ে দিতে এসে গেল Speed Up My PC 2010 (⋋▂⋌) সিরিয়াল কীসহ সফটয়্যারটি ডাউনলোড করুন, বাচিয়ে নিন $29.95 !!! | Techtunes

বোনাস * 100 Business Card Templates :-

35cqt55 ● আপনার কম্পিউটার এবং নেটের গতি বাড়িয়ে দিতে এসে গেল Speed Up My PC 2010 (⋋▂⋌) সিরিয়াল কীসহ সফটয়্যারটি ডাউনলোড করুন, বাচিয়ে নিন $29.95 !!! | Techtunes
100 Business Card Templates
100 PSD File | 1088×638 (300 dpi) | 73 Mb
349e3at ● আপনার কম্পিউটার এবং নেটের গতি বাড়িয়ে দিতে এসে গেল Speed Up My PC 2010 (⋋▂⋌) সিরিয়াল কীসহ সফটয়্যারটি ডাউনলোড করুন, বাচিয়ে নিন $29.95 !!! | Techtunes



নেয়া হয়েছেঃ http://techtunes.com.bd/download/tune-id/23090/