আবারো স্বাগতম আমার ধারাবাহিক টিউনে। আজ ৩য় পার্ট… গত দু’টি পর্বে ১০ টি করে মোট ২০ টি সফটয়্যার দিয়েছি আপনাদের। আজ আরো ১০ টি সফটয়্যার দিয়ে সাজিয়েছি…আশা রাখি এবারের সফটয়্যারগুলো আরো ভালো লাগবে। আর ভালো লাগলেই আমার সার্থকতা।এবারও চেষ্টা করেছি লিঙ্কাগুলো mediafire এ দিতে ভুমিকাতে আর কিছু বলার নেই এবার চলুন কাজের কথায় ….
01.YoGen Vocal Remover :-
Yogen Vocal Remover দিয়ে আপনি গান থেকে শুধু মিউজিক রেখে ভয়েস রিমুভ করতে পারবেন তারপর হচ্ছে মত আপনার ভয়েস বসিয়ে নিজেই সিঙ্গার হয়ে যান 1.5 মেগাবাইটের সফটয়্যারটি এক্ষুনি ডাউনলোড করে নিন….02.Internet Download Manager v5.18 Build 8 :-
IDM এর লেটেষ্ট ভার্সন এটি। খুবই জনপ্রিয় সফটয়্যারের একটি হলো এই IDM। পোর্টেবল সফটয়্যারটি সহজেই ডাউনলোড করতে পারবেন আর সিরিয়াল কী’র কোন প্রয়োজন হবেনা….03.Ace Pro Screensaver creator :-
এবার আর আপনার কম্পিউটারের জন্য স্ক্রীনসেভার খুজতে হবে না !!! নিজের ছবি দিয়ে বা ইচ্ছেমত স্ক্রীনসেভার বানান সহজেই। এবং তা দিয়ে আরো আকর্ষনীয় করে তুলতে পারেন আপনার কম্পিউটারকে….04.ImTOO HD Video Converter :-
এই সফটয়্যারটির কাজ হলো আপনার ভিডিও ফাইলকে HD তে কনর্ভাট করা। সাধারন ভিডিওতে আপনি এফেক্ট দিয়ে ভিডিওকে আরো দৃষ্টিনন্দন করতে পারেন… সিরিয়াল কি ডাউনলোড লিঙ্কের সাথেই দেয়া আছে…05.ACDSee Photo Editor (Full) :-
ACDSee Photo Editor দিয়ে আপনি নিজের ছবিগুলো এডিট করতে পারবেন সুন্দর ভাবে।06.Xara3D v6 :-
নাম শুনেই হয়তো বুঝতে পারছেন সফটয়্যারটির কাজ। এটি দিয়ে টেক্সট, ছবিতে সহজেই থ্রিডি এফেক্ট দিতে পারবেন। আবার ইচ্ছে করলে আপরি gif ফরমেটে এনিমেটেড ছবি বানাতে পারবের…07.MixMeister Fusion :-
Mixmeister fusion সুন্দর একটি সফটয়্যার সাউন্ড এডিটিং এর জন্য… লাইভ শো -তে অনেক সময় এই সফটয়্যারটি ব্যবহার করা হয়। আপনি নিজও ব্যবহার করে দেখতে পারেন… ডিজে দের জন্যও সফটয়্যারটি কার্যকরী …08.Driver Magician :-
সফটয়্যারটি দিয়ে সহজেই আপনি আপনার কম্পিউটারের ড্রাইভকে আপডেট করতে পারবেন। এটি ইন্সটল করার পর দেখাবে আপনার কম্পিউটারের কোন সফটয়্যারগুলোর আপডেট প্রয়োজন… এছাড়া আপনি ড্রাইভার রিমুভ, ব্যাকআপ, রি-স্টোপ করতে পারবেন সফটয়্যারটি দিয়ে।09.DreamLight Photo Editor :-
ফটো এডিটিং করার আরো একটি দারুন সফটয়্যার…. DreamLight Photo Editor এ মোট ১০টি ফিল্টার রয়েছে এবং আপনি ৯৮ টি স্পেশাল এফেক্ট প্রয়োগ করতে পারবেন আপনার ছবিতে…
10.Magic Recovery Professional :-
আপনার হার্ডডিস্ক থেকে ভুলে ফাইল বা ড্রাইভ ডিলিট হয়ে গেলে তা সহজেই পুনরুদ্ধার করতে পারবেন এই সফটয়্যারটি দিয়ে… এটা ম্যাজিকের মতই কাজ করে….
নেয়া হয়েছেঃ http://techtunes.com.bd/programming/tune-id/19692/
1 comments:
বিঃ দ্রঃ আপনারা যে লিঙ্ক থেকে Download দিবেন সে লিঙ্ক যে কোন সময় বন্ধ করে দিতে পারে। বন্ধ হয়ে যাওয়ার আগেই সংগ্রহ করুন।
একটি মন্তব্য পোস্ট করুন